Nadia: সরকারি স্টিকার লাগানো গাড়ি উঠে গেল নাবালকের পায়ে, তারপর…

Nadia: জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সরকারি দপ্তরের অন ডিউটি লেখা গাড়িতেই নিমন্ত্রণ খেতে আসেন কয়েকজন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। সরকারি গাড়ির উঠে যায় নাবালকের পায়ের উপরে। গুরুতর আহত হয়ে কান্নাকাটি করতে থাকে সে। এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Nadia: সরকারি স্টিকার লাগানো গাড়ি উঠে গেল নাবালকের পায়ে, তারপর...
আহত নাবালক Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2024 | 10:01 AM

মুর্শিদাবাদ: অন ডিউটি বোর্ড লাগানো সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর জখম নাবালক। নদিয়ায় শান্তিপুর স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নাবালকটির পায়ের উপর উঠে যায় সরকারি গাড়ির চাকা। এরপরই গাড়িটি ঘিরে প্রবল বিক্ষোভ দেখান এলাকাবাসী। মুর্শিদাবাদ জেলার প্রশাসনের গাড়ি কেন অন ডিউটি বোর্ড লাগিয়ে নদিয়ায় যাচ্ছিল সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সরকারি দফতরের অন ডিউটি লেখা গাড়িতেই নিমন্ত্রণ খেতে আসেন কয়েকজন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। সরকারি গাড়ির উঠে যায় নাবালকের পায়ের উপরে বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত হয়ে কান্নাকাটি করতে থাকে সে। এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। আহত নাবালককে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। গোটা ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

আহত নাবালকের মা বলেন, “আমার ছেলে আর ওর সঙ্গে কয়েকজন ছিল। সেই সময় দুর্ঘটনা ঘটেছে। একটা গাড়ির চাকা উঠে যায় ওই আমার ছেলের পায়ে। ও চিৎকার শুরু করতেই গাড়ি নামানো হয়। তারপরই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে ওর।”