CPM to TMC: ‘দলে কাজ করতে পারছিলেন না CPM নেত্রী’, যোগ দিলেন TMC-তে
Murshidabad: ঘটনাস্থল সামশেরগঞ্জের চাঁচন্ড। বৃহস্পতিবার সকালে সিপিএম ছেড়ে তৃণমূলে যান সামশেরগঞ্জের চাচন্ড অঞ্চলের যাদবনগর গ্রামের গ্রাম পঞ্চায়েতের মেরিনা বিবি। এ দিন, তাঁর স্বামী হাবিল শেখও তৃণমূলে যোগ দেন। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিধায়ক আমিরুল ইসলাম।
মুর্শিদাবাদ: লোকসভা ভোটের আগে ময়দানে নেমে গিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। জমি শক্ত করতে মরিয়া শাসক-বিরোধী সকলেই। আর নির্বাচন কাছে এলেই একদল থেকে অন্য দলে ঝাঁপাঝাপি থাকে অব্যাহত থাকে। বিধানসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট এক রাজনৈতিক দল থেকে দলে যোগদান চলতেই থাকে। এবারও প্রকাশ্যে এল তেমন খবর। গত পঞ্চায়েত ভোটে সিপিএম-এর জয়ী সদস্য যোগ দিলেন তৃণমূলে।
ঘটনাস্থল সামশেরগঞ্জের চাঁচন্ড। বৃহস্পতিবার সকালে সিপিএম ছেড়ে তৃণমূলে যান সামশেরগঞ্জের চাচন্ড অঞ্চলের যাদবনগর গ্রামের গ্রাম পঞ্চায়েতের মেরিনা বিবি। এ দিন, তাঁর স্বামী হাবিল শেখও তৃণমূলে যোগ দেন। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিধায়ক আমিরুল ইসলাম। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাচন্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুলতান আলি,প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তৌফিক সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই যোগদান প্রসঙ্গে মেরিনা বিবি বলেন, “আমি দলের নেতৃত্বর সঙ্গে কাজ করতে পারছিলাম না। তাই মানুষের স্বার্থে তৃণমূলে যোগদান করেছি।” অন্যদিকে, দলবদল প্রসঙ্গে সিপিএম নেতা তথা সামশেরগঞ্জের এরিয়া কমিটির সদস্য আজাদ মল্লিক বলেছেন, “এই সব বাহানা। প্রলোভন এবং পুলিশের চাপে যোগদান করেছেন।”