Awas yojana: নামের গ্যাঁড়াকল! সরকারি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে

Murshidabad: উপভোক্তার পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২০-২১ আর্থিকবর্ষে প্রধান মন্ত্রী আবাস যোজনার তালিকায় উপভোক্তা হিসেবে নাম ছিল ওই পঞ্চায়েতের সৈয়দকুলুট গ্রামের বাসিন্দা ইমরান হোসেনের।

Awas yojana: নামের গ্যাঁড়াকল! সরকারি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে
নিজস্ব ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 6:04 PM

মুর্শিদাবাদ: আবাস যোজনার ঘর পাওয়ার কথা ছিল। কিন্তু সেই উপভোক্তা নিরুদ্দেশ। এই সুযোগকেই কাজে লাগানোর অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ভাসুরের ছেলের নামের সঙ্গে উপভোক্তার নামের মিল হওয়ায় ভাসুরের ছেলেকেই সরকারি ঘর পাইয়ের দিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। গোটা ঘটনা ভরতপুর ১ ব্লকের অন্তর্গত সিজগ্রাম পঞ্চায়েত এলাকার। এনিয়ে আসল উপভোক্তার বোন সম্প্রতি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

উপভোক্তার পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২০-২১ আর্থিকবর্ষে প্রধান মন্ত্রী আবাস যোজনার তালিকায় উপভোক্তা হিসেবে নাম ছিল ওই পঞ্চায়েতের সৈয়দকুলুট গ্রামের বাসিন্দা ইমরান হোসেনের। তালিকায় তাঁর আইডি নম্বর ৩৩৩৬১৮১। কিন্তু প্রায় দেড় বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। সেক্ষেত্রে তাঁর নামে সরকারি ঘর বরাদ্দ হলেও, তদারকি করার কেউ ছিলেন না।

অভিযোগ, নিখোঁজ থাকার সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন সিজগ্রাম পঞ্চায়েত প্রধান রাসমিনা বিবি। প্রধানের ভাসুরের ছেলের নাম ইমরান হোসেন থাকায় তাঁকে ওই ঘর পাইয়ে দেওয়া হয়েছে। ঘর তৈরির পুরো টাকাও তুলে নেওয়া হয়েছে। যদিও, নাম এক হলেও দু’জনের বাড়ি ভিন্ন গ্রামে। আসল উপভোক্তার বাড়ি সৈয়দকুলুট গ্রামে হলেও, যিনি টাকা পেয়েছেন তাঁর বাড়ি সিজগ্রামে। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

সম্প্রতি, আসল উপভোক্তা ইমরান হোসেনের বোন আসরফি বিবি এনিয়ে প্রশাসনের কাছে এই দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন। আসরফি বিবি বলেন, ‘আমার ভাইয়ের ঘরের তালিকায় নাম থাকলেও, ভাই দেড় বছর ধরে নিখোঁজ। সেই সুযোগকে কাজে লাগিয়ে পঞ্চায়েত প্রধান নিজের ভাসুরের ছেলেকে ওই আইডি ব্যবহার করে ঘর পাইয়ে দিয়েছেন। আমরা নেট মারফত এই সত্যতা জানতে পেরে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’ প্রধানের স্বামী বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। টাকা তুলে নেওয়া হয়নি। নাম এক হওয়ায় টাকা চলে এসেছে।’

আরও পড়ুন: Deganga School Student Beaten: চিড়ে গিয়েছে মুখ, পিঠে কালশিটের দাগ, প্রধান শিক্ষকের কীর্তিতে স্তম্ভিত অভিভাবকরা