Farakka Canal: ফরাক্কা ক্যানেলে জলাভাব! কাদা পেরিয়ে নৌকায় চাপতে হচ্ছে বাসিন্দাদের

বেশিরভাগ মানুষ পারাপার করে নিশিন্দ্রা এবং ঘোড়াই পাড়া ঘাট দিয়ে। কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ফরাক্কার ক্যানেলের নাব্যতা কমে যাওয়ায় নৌকা জলের মাঝ পথে দাঁড়িয়ে যাচ্ছে।

Farakka Canal: ফরাক্কা ক্যানেলে জলাভাব! কাদা পেরিয়ে নৌকায় চাপতে হচ্ছে বাসিন্দাদের
ক্যানেলের জল কমে ফেরি চলাচলে সমস্যা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 6:29 AM

ফরাক্কা: শুখা মরশুমে ক্যানেলে জল কমে যাওয়ায় চরম সমস্যায় পড়ছেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ক্যানেলের পশ্চিম পাড়ের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ফরাক্কার গঙ্গার উপর দিয়ে একটি বাঁধ তৈরি করে কেন্দ্র। এই বাঁধের উপর দিয়ে সড়ক পথ ও রেলপথ তৈরি করা হয়। এরপর কলকাতা বন্দরে জলের নাব্যতা কমে যাওয়ায় ফরাক্কা গঙ্গার আপ স্টিমে ফরাক্কা বাঁধের পাশে একটি ফিডার ক্যানেল কাটা হয়। কিছুদিন পর হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত জলপথে জাহাজ যাতায়াতের জন্য সমস্যা দেখা দেওয়ায় গঙ্গার আপ স্টিমে আরও একটি ক্যানেল কেটে লকগেট বসানো হয়। আর ফিডার ক্যানেলের সঙ্গে এই ক্যানেলকে যুক্ত করা হয়। যাতে হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত জলপথে জাহাজ যাতায়াত করতে পারে। এই ক্যানেলের জল কমেই নৌকা পারাপারে সমস্যা দেখা দিয়েছে। যার জেরে চরম সমস্যার মধ্যে পড়েছেন সেখানকার বাসিন্দারা। জল কমে যাওয়ায় কাদা পেরিয়ে নৌকায় উঠতে হচ্ছে তাঁদের। নাব্যতা কমে যাওয়ায় মাঝপথে দাঁড়িয়ে যাচ্ছে নৌকা।

ফরাক্কার এই ক্যানেলের পশ্চিম পাড়ে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের যাতায়াতের সুবিধার জন্য ফরাক্কা বাঁধ প্রকল্প থেকে কয়েকটি ঘাট তৈরি করা হয়েছিল। সেখান দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থাও করা হয়। তার মধ্যে বেশিরভাগ মানুষ পারাপার করে নিশিন্দ্রা এবং ঘোড়াই পাড়া ঘাট দিয়ে। কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ফরাক্কার ক্যানেলের নাব্যতা কমে যাওয়ায় নৌকা জলের মাঝ পথে দাঁড়িয়ে যাচ্ছে। পশ্চিম পাড়ের মানুষ পূর্ব পাড়ে আসতে নৌকা ব্যবহার করতে হয় এবং জলের নাব্যতা কম হওয়ায় দুই পাড়ে নৌকা ঘাটে আসতে পারছে না। তাতে মানুষকে কাদা পেরিয়ে ঘাট পারাপার করতে হচ্ছে।

নৌকা ছাড়াও বিকল্প একটি রাস্তা আছে যেটা কয়েক কিলোমিটার ঘুরে আসতে হয় ফরাক্কার পশ্চিমপাড় থেকে পূর্বপাড়ে আসার জন্য। ফরাক্কার পশ্চিম পাড়ের বেশ কিছু গ্রাম প্রায় লক্ষাধিক মানুষ এই নৌকা পথে যাতায়াত করে বলে জানাযায়। বেশ কয়েকদিন ধরে জলের নাব্যতা কমে যাওয়ার ফলে মানুষকে এই সমস্যার সম্মুখে পড়তে হচ্ছে। এ নিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, “আমাদের খুব সমস্যা হচ্ছে যাতায়াতে। ক্যানেলে জল নেই। নৌকা আটকে যায় মাঝেমধ্যে। কাদা পেরিয়ে নৌকায় উঠতে হয়। আমরা এই সমস্যার স্থানীয় সমাধান চাই।”