Pathan Movie : ‘পাঠানে’ বিপত্তি, শো চলাকালীন দর্শকদের মাথায় ভেঙে পড়ল হলের ছাদ
Pathan Movie : কান্দির ছায়াপথ প্রেক্ষাগৃহে চলছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সেখানেই ১.৩০ এর শোয়ে ঘটে গেল বিপত্তি।
কান্দি : একে সরস্বতী পুজো (Saraswati Puja), তার উপর প্রজাতন্ত্র দিবস (Republic Day 2023)। শীতের জানুয়ারিতে সপ্তাহের মাঝেই ছুটির মেজাজে আপামর বাঙালি। এদিকে এরইমধ্যে চার বছর পর রূপোলি পর্দায় ক্যামব্যাক করেছেন বলিউডি সুপারস্টার শাহরুখ খান (Shahrukh Khan)। ইতিমধ্য়েই বক্স অফিসে ঝড় তুলতে শুরু করেছে শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ (Pathan Movie)। কলকাতা হোক বা জেলা, সিঙ্গল হোক বা মাল্টিস্ক্রিন, হাউসফুল হচ্ছে সব শো। এদিকে সরস্বতী পুজোর দিন পাঠান দেখতে গিয়ে বিপদের মধ্যে পড়লেন দর্শকরা। ভেঙে পড়ল প্রেক্ষাগৃহের ছাদের একাংশ। আহত হলেন শিশু সহ পাঁচ দর্শক। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের কান্দি।
কান্দির ছায়াপথ প্রেক্ষাগৃহে চলছে ‘পাঠান’। সেখানেই ১.৩০ এর শোয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন কয়েকজন যুবক। তাঁদের সঙ্গে ছিলেন তাঁদের পরিবারেরও কিছু সদস্য। অন্যান্য দর্শকদের মতো সিনেমা দেখতে দেখতে হাসি-মজায় মেতে উঠেছিলেন সকলে। বুঁদ হয়েছিলেন শাহরুখের অভিনয়। কিন্তু, কে জানত ততক্ষণে বেজে গিয়েছে বিপদ ঘণ্টা। আচমকা তাঁদের মাথার উপর ভেঙে পড়ে সিমেন্টের চাঁই। আহত হয় দুই শিশু সহ পাঁচ জন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলের মধ্যে। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনা প্রসঙ্গে হলের এক কর্মচারি বলেন, “দুপুরে শো চলছিল। উপরে নীচে সব জায়গাতেই দর্শক ভর্তি ছিল। অনেকেই নাচানাচি করছিলেন ব্যালকোনিতে। তখনই ছাদের একাংশ ভেঙে পড়ে যায়। কয়েকজন বাচ্চার মাথা ফেটে গিয়েছে। আরও কয়েকজন আহত হয়েছে। হলের সিলিংয়ের অবস্থা খারাপ ছিল না। নাচানাচির জন্য ছাদ থেকে চাঁই ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে।” এক আক্রন্ত দর্শক মৃগাঙ্ক কুন্ডু বলেন, “আমরা সপরিবারে এদিন পাঠান দেখতে গিয়েছিলাম। টাইমে শো শুরু হয়েছিল। সিনেমা চলতে চলতেই আচমকা ছাদ থেকে ধস নামে। আমার মাথার উপরেও একটা চাঁই পড়ে। ক্ষণিকের জন্য চোখে সব অন্ধকার দেখি। আমাদের সঙ্গে কিছু বাচ্চা ছিল। তাঁদেরও মাথায় আঘাত লেগে। সবাই হাসপাতালে ভর্তি রয়েছে।”