Murshidabad: মাঠে উপুড় হয়ে পড়ে যুবক, চিৎ করতেই দেখা গেল গলা থেকে ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্ত
Murshidabad: সোমবার সকালে মাঠে কাজে যাচ্ছিলেন তাঁরা। তখনই তাঁরা মাঠের ঝোপের ধারে কিছু একটা পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন উপুড় হয়ে পড়ে রয়েছে এক যুবক। প্রথমে তাঁরা ভেবেছিলেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।
মুর্শিদাবাদ: মাঠ থেকে এক যুবকের নলিকাটা দেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। রামপাড়া মাঠ সংলগ্ন এলাকায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, ওই যুবকের বাড়ি নওদার ঝাউবোনা এলাকায়। ওই যুবকের নাম জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মাঠে কাজে যাচ্ছিলেন তাঁরা। তখনই তাঁরা মাঠের ঝোপের ধারে কিছু একটা পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন উপুড় হয়ে পড়ে রয়েছে এক যুবক। প্রথমে তাঁরা ভেবেছিলেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। কিন্তু কিছুক্ষণ পর তাঁরা বুঝতে নিথর শরীর সেটা।
খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহটি চিৎ করতেই দেখা যায়, যুবকের গলার নলি ফালা করে কাটা। এরপর দেহটি উদ্ধার করে পুলিশ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এটিকে খুন বলেই মনে করছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে চিনতে পারলেও, কেউ নাম সঠিকভাবে বলতে পারেননি। পুলিশ মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা এমনিতে ওই যুবককে মুখে চিনি। সেভাবে নামধাম বলতে পারব না। আমরা মাঠে কাজে যাচ্ছিলাম। তখন দেখি ওই যুবক পড়ে রয়েছে। পুলিশকে ডাকি। এখন পুলিশ তদন্ত করে দেখছে।”