Murshidabad Road Accident: বিয়ে বাড়ি থেকে যাত্রী নিয়ে ফিরছিল স্করপিওটি, লরি চলে এল সামনে! মর্মান্তিক ঘটনা সুতিতে

Murshidabad Road Accident: মঙ্গলবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতিতে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম সুমন দাস।

Murshidabad Road Accident: বিয়ে বাড়ি থেকে যাত্রী নিয়ে ফিরছিল স্করপিওটি, লরি চলে এল সামনে! মর্মান্তিক ঘটনা সুতিতে
সুতিতে গাড়ি দুর্ঘটনা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 10:07 AM

মুর্শিদাবাদ: মাঝ রাতে একটি বিকট শব্দ শুনতে পেয়েই ছুটে এসেছিলেন স্থানীয়রা। ততক্ষণে গাড়িটার সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। গাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন বেশ কয়েকজন। কারোর মাথা ফেটেছে, কারোও বা হাতে ভেঙে দুটকরো। ঘটনার ভয়াবহতায় বেশ কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। আশঙ্কাজনক পাঁচ। মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদের সুতিতে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম সুমন দাস।

মধ্যরাতে ঘটনাটি ঘটায়, সেরকমভাবে প্রত্যক্ষদর্শী কেউ ছিলেন না। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত তখন অনেকটাই। আচমকাই ঘুম ভাঙে একটা বিকট শব্দ শুনে। অপরিচিত সেই শব্দের উৎস সন্ধানেই তাঁরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। তাঁরা দেখেন, রাস্তার ধারে একটি স্করপিও-র সঙ্গে ধাক্কা লেগেছে লরির। মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্করপিওটির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। গাড়ির ভিতরে পাঁচ-ছ’জন ছিলেন। তাঁরা প্রত্যেকেই রক্তাক্ত। গাড়িটার অবস্থা এতটাই  খারাপ ছিল, তাঁদের বার করে আনতে মারাত্মক সমস্যা হয়।

কোনওরকম ভাবে পাঁচ জনকে উদ্ধার করে পারেন স্থানীয়রা। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশও। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে গাড়ির সামনের সিটে ছিলেন এক জন। তাঁর মৃত্যু হয় গাড়িতেই। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, “রাত হলেই লরিগুলি অত্যন্ত বেপরোয়াভাবে চলে। কোনও গাড়িকে পাশ দিতে চায় না। এমনকি সামনে কোনও গাড়ি চলে এলে নিয়ন্ত্রণও রাখতে পারে না। স্করপিও ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বেপরোয়া গতিই এই দুর্ঘটনার কারণ বলে মনে হচ্ছে।”

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। রাতে এই এলাকায় বাইক-সাইকেল নিয়ে চলতে অসুবিধা হয়। হু হু করে গাড়ি চলে। আর বড় গাড়ি যেন ছোটো গাড়িকে তোয়াক্কাই করে না। পুলিশকে আরও সচেতন হতে হবে। এখানে ট্রাফিক পুলিশ দিলে ভালো হয়। যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।”

আহতদের এক আত্মীয় বলেন, “বাড়ি থেকে ওরা বেরিয়েছিল ১০.৪০ নাগাদ। তারপর ফোন আসে ছেলে দুর্ঘটনায় পড়েছে। খবর পেয়েই চলে আসি এখানে। এক জনের মৃত্যু হয়েছে। বাকিদের আঘাত লেগেছে। কীভাবে ঘটল, তা তো বলতে পারব না। ছেলে সুস্থ হলেই জানতে পারব সবটা। ”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা