Murshidabad: সাঁতরাগাছির পর ৮ দিন বন্ধ থাকছে এই সেতুও, হাঁটা-চলাতেও নিষেধাজ্ঞা
Murshidabad: উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী হলদিয়া ফরাক্কা বাদশাহী সড়কের উপর অবস্থিত সুন্দরপুর বিপ্লবী ননী সেতু সংস্কারের জন্য বন্ধ হচ্ছে টানা আট দিন।
মুর্শিদাবাদ: সাঁতরাগাছির পর এবার সংস্কারের জন্য বন্ধ থাকছে হলদিয়া ফরাক্কা বাদশাহী সড়কের সুন্দরপুর বিপ্লবী ননী সেতু। প্রায় আটদিন বন্ধ থাকছে সেটি।
উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী হলদিয়া ফরাক্কা বাদশাহী সড়কের উপর অবস্থিত সুন্দরপুর বিপ্লবী ননী সেতু সংস্কারের জন্য বন্ধ হচ্ছে টানা আট দিন। সংস্কারের জন্য এই সেতু বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মুর্শিদাবাদ হাইওয়ে ডিভিশনের দুই নম্বর সড়ক বিভাগ কর্তৃপক্ষ। আগামী ১৯ তারিখ থেকে এই অতি গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ করা থাকবে। এমনকী হাঁটাচলাও বন্ধ। আর এর ফলেই চিন্তিত বিভিন্ন বাস মালিক সংগঠন।
পূর্ত দফতরের মুর্শিদাবাদ জেলার হাইওয়ে ডিভিশন ২ এবং অন্যান্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই আলোচনা শেষ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হয়েছে। মুর্শিদাবাদ হাইওয়ে দুই নম্বর সড়ক অন্তর্ভুক্তি বিভাগের আধিকারিক অতনু সেন জানিয়েছেন, ‘বহুদিন ধরেই সেতুটির সংস্কার খুবই প্রয়োজন। সেই কারণেই সেতুর উপর দিয়ে কিছুদিন যান চলাচল বন্ধ রেখে সংস্কারের কাজ শুরু করা হচ্ছে। ইতিমধ্যেই সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই সেতুর চারটি স্ল্যাব ভেঙে গিয়েছে। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যার ফলে ওই স্ল্যবগুলি দ্রুত পরিবর্তন করা প্রয়োজন। আগামী ১৯ তারিখ থেকে ২৬ই নভেম্বর পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে কোনও রকম কোন যানবাহন চলাচল করবে না। পাশাপাশি পথচারীদেরও হাঁটাচলায় বন্ধ থাকবে।’
একই সঙ্গে অতনুবাবু জানান, ‘সেতুর অন্যান্য অংশের ও জরুরী মেরামতের জন্য ডিসেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। ওই সময় ছোট গাড়ি চলবে। সব মিলিয়ে ওই সেতুটি বন্ধ রাখা হতে পারে ২৩ দিনের মতো। পরিবর্তে বিকল্প রাস্তা করা হয়েছে কুলি চৌরাস্তা মোড় থেকে কান্দি শহর বাইপাস করে ভরতপুর সালার হয়ে পাচুন্দি মোড়। এই রুটি বর্ধমান বীরভূম কলকাতার গাড়ি গুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। সকলের সহযোগিতা চাইছি।’