Murshidabad: সন্দেশখালি নয়, মুর্শিদাবাদেও রয়েছেন ‘ছোট’ শাহাজাহান? উঠল মারাত্মক অভিযোগ

Seikh Sahajahan: কামালউদ্দিন আহমেদের আরও অভিযোগ,তাঁরা রানিতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে যায়। কিন্তু পুলিশ নাকি তাঁদের অভিযোগ নেয়নি। এরপর তারা বাধ্য হয়ে ভগবানগোলার এসডিপিওর কাছে গিয়ে অভিযোগ জানান।

Murshidabad: সন্দেশখালি নয়, মুর্শিদাবাদেও রয়েছেন 'ছোট' শাহাজাহান? উঠল মারাত্মক অভিযোগ
ডানদিকে মাসাদুল খান, বাঁ দিকে কামালউদ্দিন আহমেদের পরিবারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2024 | 8:27 AM

মুর্শিদাবাদ: সন্দেশখালির শেখ শাহজাহানের কথা নিশ্চই মনে আছে। তাঁর বিরুদ্ধে গরীব গ্রামবাসীদের জমি দখলের ভূরি-ভূরি অভিযোগ উঠেছে। তবে জানেন কি শুধু শাহজাহান নয়, মুর্শিদাবাদেও এবার খোঁজ মিলল ‘ছোট’ শাহজাহানের। অন্তত অভিযোগকারীদের দাবি তেমনই। কে তিনি? কী তাঁর পরিচয়? জানুন বিস্তারিত…

জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানিতলা থানার দেবাইপুর এলাকার বাসিন্দা কামালউদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি বসবাস করেন। অভিযোগ, তাঁর জমি জোর করে দখল করে নিয়েছে তৃণমূল নেতা মাসাদুল খান। কামালউদ্দিনের দাবি, মাসাদুল খানের কাছ থেকে তাঁর বাবা সাড়ে তিন শতক জায়গা কিনে নিয়েছিলেন। আর এই জায়গা এখন কামালউদ্দিন আহমেদ সহ তাঁর আরও তিন ভাই ও দুই বোনের নামে জায়গাটি রয়েছে। কিন্তু বর্তমানে মাসাদুল খান জোরপূর্বকভাবে সেই জমি দখল করতে চাইছে। ঠিক যেমন শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল একদম সেই রকম। শুধু তাই নয়, হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

কামালউদ্দিন আহমেদের আরও অভিযোগ,তাঁরা রানিতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে যায়। কিন্তু পুলিশ নাকি তাঁদের অভিযোগ নেয়নি। এরপর তারা বাধ্য হয়ে ভগবানগোলার এসডিপিওর কাছে গিয়ে অভিযোগ জানান। শমিরুদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি বলেন, “আমাদের জমি জোর করে দখল করতে চাইছেন মাসাদুল। উনি তৃণমূলের উর্ধতন নেতা। থানাকে হাত করে ভয় ভীতি দেখাচ্ছে। আমরা বাড়িতে থাকতে পারছি না এখন। উল্টোপাল্টা কেসে ফাঁসানোর চেষ্টা করছে।”

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মাসাদুল তিনি জানান, দুই শতক জমি তারই। জোরপূর্বক ভাবে কামালউদ্দিন শেখ ও তাঁর পরিবার জমি দখল করে রেখেছে। মাসাদুল খান বলেন, “সালটা ২০১৪। সেই সময় প্রাক্তন সিপিএম প্রধানের নেতৃত্বে আমার জমি দখল করা হয়। জোর করে আমার জায়াগায় বাড়ি করা হয়। এমনকী আমি থানায় অভিযোগ করি। এরপর সালিশি সভা হবে। এরপর দেড় শতক জায়গা আমি ওদের দিয়ে দিই। তার জেরক্স কপি আছে। কিন্তু হঠাৎ ওরা বলছে দেড় শতক না। দুই শতক জায়গা নাকি ওদের। ওরাই জোর করে আমার জায়গা দখল করতে চাইছে।” মঙ্গলবার দুপুর একটার সময় সংবাদমাধ্যমের সামনে কামালউদ্দিন আহমেদ ও তাঁর পরিবার তৃণমূল নেতা মাসাদুল খান ও পুলিস প্রশাসনের বিরুদ্ধে নানান অভিযোগের কথা তুলে ধরেন।