Murshidabad: ইদের আগের দিন দিদির বাড়ি যাচ্ছিলেন, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ ভাইয়ের
Murshidabad: সেখান কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত বলে জানান।মৃতদের বাড়ির সুতি থানার লক্ষীপুর এলাকায়।

মুর্শিদাবাদ: ইদে দিদির বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনায় আহত আরও চার জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। আহতরা জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তরিকুল শেখ (৩০) ও সানোয়ার শেখ (৩৩)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে এক বন্ধু এবং এক কাকার ছেলেকে সঙ্গে নিয়ে একটি বাইকে দিদির বাড়ি ঘুরতে যাচ্ছিলেন তরিকুলরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সুতির ধলার মোড় এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ছিটকে পড়েন ৬ জন। সুতি থানার পুলিশ তাঁদের উদ্ধার করে প্রথমে মহেশাইল হাসপাতালে নিয়ে যায়।
সেখান কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে জানান।মৃতদের বাড়ির সুতি থানার লক্ষীপুর এলাকায়। ইদের ঠিক আগের দিনই এই ধরনের ঘটনায় শোকের ছায়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীর কথায়, “দুটো বাইকেরই গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। আর দুটি বাইকের কারোর মাথায় হেলমেটও ছিল না। বাইক দুটো সামনাসামনি চলে এলে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুখোমুখি ধাক্কা লাগলে ছিটকে গিয়ে পড়েন ওঁরা। সকলেরই মাথায় মারাত্মক আঘাত লাগে।”





