TMC: কেউ যোগ দিল না! মুর্শিদাবাদে যোগদানের ব্যানার খুলে ফেলে সভা করল তৃণমূল

khargram: সভাতে অবশ্য ভিড় জমিয়েছিলেন অনেক তৃণমূল সমর্থক। কিন্তু যোগদানের আয়োজন করেও কেউ যোগ না দেওয়ায় মুখ পুড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

TMC: কেউ যোগ দিল না! মুর্শিদাবাদে যোগদানের ব্যানার খুলে ফেলে সভা করল তৃণমূল
তৃণমূলের সভা থেকে খোলা হচ্ছে ব্যানার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2023 | 10:43 AM

খড়গ্রাম: শাসক দলের চিন্তা বাড়াচ্ছে মুর্শিদাবাদ। সাগরদিঘি উপনির্বাচনে হারের পর তৃণমূলের যোগদান সভায় যোগ দিল না কোনও কর্মী। যা ঘিরে রীতিমতো লজ্জার পরিস্থিতি তৈরি হল মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের পীড়তলায়। লজ্জা ঢাকতে যোগদানের ব্যানার খুলতে হল তৃণমূলকে। সেই ব্যানার খুলে, বিনা ব্যানারে হল তৃণমূলের সভা। সেই সভাতে অবশ্য ভিড় জমিয়েছিলেন অনেক তৃণমূল সমর্থক। কিন্তু যোগদানের আয়োজন করেও কেউ যোগ না দেওয়ায় মুখ পুড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ওই সভা হাজির ছিলেন খড়গ্রামের তৃণমূল বিধায়কও। তিনি অবশ্য কেউ যোগ না দেওয়ার অভিযোগ খারিজ করেছেন। তিনি জানিয়েছেন, বেশি লোক হওয়ায় যোগ দান করানো যায়নি। পরে এক দিন যোগদানের অনুষ্ঠান করা হবে। তবে এই ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের নেতৃত্বে হাজারের বেশি কর্মী কংগ্রেসে যোগদান করেছিলেন। এই যোগদানের পাল্টা দিতে যোগদান সভার আয়োজন করে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার নগর পীরতলা মাঠে তৃণমূলের পক্ষ থেকে কর্মিসভা এবং যোগদান সভার ব্যানারে একটি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সভা শুরুর পর কোনও কর্মী যোগদানের জন্য না আসায় বাধ্য হয়ে ব্যানার খুলে ফেলে তৃণমূল নেতৃত্ব। কোনও ব্যানার ছাড়া তৃণমূলের বাকি সভা হয়েছে।

যদিও খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জতের দাবি, “সভায় লোক বেশি হবার কারণে যোগদান করানোর জায়গা পাওয়া যায়নি। তাই ব্যানার খুলে ফেলেছি। পরে কোনও এক দিন যোগদান করানো হবে তৃণমূলে আসতে চাওয়া কর্মীদের।” অন্যদিকে সভা শুরুর সময় মাঠ কানায় কানায় ভর্তি থাকা সত্ত্বেও সাংসদ খলিলুর রহমান বক্তব্য রাখার সময় কর্মীরা উঠে চলে যান। এই বিষয় নিয়ে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেছেন, “তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের ভার্চুয়াল বৈঠকে জেলা তৃণমূল নেতৃত্বকে নিদান দিয়েছিলেন, কংগ্রেসের পাল্টা সভা করে উপযুক্ত জবাব দিতে। খড়গ্ৰামে ফ্লপ শো করে তাঁর দলের বিধায়ক নেত্রীকে বার্তা দিলেন, আপনার দলে এই জেলায় আরও হার হবে।”