Suvendu Adhikari: মুসলিমদের সামনে দাঁড় করিয়ে ‘রাম রাজ্যের’ মানে বোঝালেন শুভেন্দু, ভোট-বঙ্গে কীসের বার্তা
Suvendu Adhikari: জঙ্গিপুরে শুভেন্দুর বক্তব্য শুনতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। শুভেন্দু তাঁদের উদ্দেশে বলেন, 'বিজেপির সমর্থক অনেক মুসলিমরা এখানে এসেছেন। আপনাদের বলছি, আমি জয় শ্রীরাম বলি। এতে লুকানোর কিছু নেই। কিন্তু আপনাদের আমি বলব না জয় শ্রীরাম ধ্বনি দিতে। আপনি অন্য ধর্মে বিশ্বাসী। কিন্তু বিজেপি আপনাদের রাম রাজ্য উপহার দিতে চায়।'
জঙ্গিপুর: লোকসভা ভোটের প্রচার পর্বে ফের একবার ‘রাম রাজ্যের’ সুবিধা বোঝালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাল বাদে পরশু তৃতীয় দফার ভোট। তার আগে জঙ্গিপুরের নির্বাচনী প্রচার সভা থেকে মুসলিম ভোটারদের উদ্দেশে রাম রাজ্যের ব্যাখ্যা দিলেন শুভেন্দু। পরশু জঙ্গিপুরের ভোট। তার আগে আজ রবিবাসরীয় প্রচারে স্লগ ওভারে ছক্কা হাঁকালেন বিরোধী দলনেতা। জঙ্গিপুরে শুভেন্দুর বক্তব্য শুনতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। শুভেন্দু তাঁদের উদ্দেশে বলেন, ‘বিজেপির সমর্থক অনেক মুসলিমরা এখানে এসেছেন। আপনাদের বলছি, আমি জয় শ্রীরাম বলি। এতে লুকানোর কিছু নেই। কিন্তু আপনাদের আমি বলব না জয় শ্রীরাম ধ্বনি দিতে। আপনি অন্য ধর্মে বিশ্বাসী। কিন্তু বিজেপি আপনাদের রাম রাজ্য উপহার দিতে চায়।’
এ কথা বলার পরই সেই উপহারের ‘রাম রাজ্য’ কেমন হবে, সে কথাও বোঝালেন বিধানসভার বিরোধী দলনেতা। রাম রাজ্য প্রতিষ্ঠা হলে কী সুবিধা হবে, তা ব্যাখ্যা করে শুভেন্দু বললেন, ‘রাম রাজ্য মানে কী জানেন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। বিজেপি আপনাকে সুশাসন দিতে চায়। বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায়। সুস্বাস্থ্য দিতে চায়।’
উল্লেখ্য, বঙ্গ রাজনীতির আঙিনায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি বর্তমান সময়ে বহুল চর্চিত। গেরুয়া শিবিরের রাজনীতির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে এই জয় শ্রীরাম ধ্বনি। এর আগেও বিভিন্ন সময়ে বিজেপি নেতাদের মুখে ‘রাম রাজ্য’ প্রতিষ্ঠার কথা শোনা গিয়েছে। তবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন ‘রাম রাজ্য’ হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই। অতীতে দেগঙ্গার সভা থেকেও মুসলিমদের ‘রাম রাজ্যে’ সুশাসনের ব্যাখ্যা দিয়েছিলেন তিনি। বুঝিয়েছিলেন, মোদী জমানায় একটিও কেন্দ্রীয় প্রকল্প ধর্ম-সম্প্রদায়ের নিরিখে হয়নি। আজ জঙ্গিপুরের সভা থেকে মুসলিম ভোটারদের উদ্দেশে আবারও রাম রাজ্যের ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা।