Murshidabad: বেআইনি নির্মাণ করছেন BDO, মহকুমা শাসকের কাছে নালিশ তৃণমূলের
Murshidabad: এবার খোদ সরকারি আধিকারিকের বিরুদ্ধে পাল্টা মহুকুমা শাসকের কাছে অভিযোগ করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি।
মুর্শিদাবাদ: এবার শাসকদলের রোষানলের মুখে বিডিও। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে তৃণমূলের বেআইনি কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার শাসকদলের নজরে বিডিও মহম্মদ ওয়াশিদ খান। এবার খোদ সরকারি আধিকারিকের বিরুদ্ধে পাল্টা মহুকুমা শাসকের কাছে অভিযোগ করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি।
মুর্শিদাবাদ ভগবানগোলা ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি লিখিতভাবে লালবাগ মহুকুমা শাসককে অভিযোগ করেছেন ভগবানগোলা ২ নং বিডিওর বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, PWD- এর জায়গায় অবৈধ নির্মাণ করছেন বিডিও। যদিও, বিষয়টিকে অভিযোগ হিসাবে দেখতে নারাজ সভাপতি মিরা বিবি।
এই বিষয়ে বিডিও বলেছেন যে, ফাঁকা জায়গা পড়ে রয়েছে। সেখানে এলাকাবাসীর দাবি রয়েছে একটি বাথরুম তৈরি করার। সেই বাথরুম তৈরি করাই হচ্ছিল।