Suvendu Adhikari: ‘ফোন নম্বর প্রকাশ করলেই মানহানির মামলা করব’, অভিষেক-কুণালকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

Suvendu Adhikari: ইতিমধ্যেই শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: ‘ফোন নম্বর প্রকাশ করলেই মানহানির মামলা করব’, অভিষেক-কুণালকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2022 | 9:58 PM

কলকাতা: এবার কুণাল-অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of opposition Suvendu Adhikari)। গত শনিবার ইডি-র (ED) জেরা সামলে বাইরে বেরিয়েই শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee)। তাঁর দাবি ছিল, মাস আটেক আগে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত যিনি এখন ফেরার তাঁর সঙ্গে ফোনে কথা বলেছিলেন শুভেন্দু। অভিষেকের এ দাবি ঘিরে রাজনৈতিক মহলে চলে জোর চর্চা।  

এদিকে আবার শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে তাঁর আরও দাবি, তৃণমূলের এই সব অভিযোগ মিথ্যা হলে মানহানির মামলা করুন শুভেন্দু। প্রয়োজনে আদালতে গিয়ে প্রমাণ দিতে প্রস্তুত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করেছেন কুণাল। “অডিও ক্লিপ নিয়ে মানহানির মামলা তখনই করব যখন আমার নম্বর প্রকাশ করবে।” পাল্টা দাবি শুভেন্দুর।

মঙ্গলবার নদিয়ার দত্তপুলিয়ায় বিজেপির জনসভার যোগদেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দুকে বলতে শোনা যায়, “অডিও ক্লিপ নিয়ে মানহানির মামলা তখনই করব যখন আমার নম্বর প্রকাশ করবে। আপনার গলাও আমি প্রফেশনাল মিমিক্রি দিয়ে নকল করতে পারি। আমি তো চ্যালেঞ্জ করেছি, যে ফোন নম্বর প্রকাশ করতে হবে। ফোন নম্বর প্রকাশ করলে নিশ্চিতভাবে আমি ব্যাখ্যা দেব অথবা মানহানির মামলা করবো। ফোনটা তো আসবে আমার ফোনে। বা আমার ফোন থেকে কথা হবে। ফোন নম্বর দিতে হবে। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি।” পাশাপাশি এদিন তিনি আরও বলেন, “আমি বিকাশ মিশ্র বলে কাউকে চিনি না।”