Nadia: ছাদে পা হড়কে গিয়েছিল, তখনই গলায় জামা-কাপড় মেলার দড়ি পেঁচিয়ে মৃত্যু ক্লাস টু-এর মনীষার
Nadia: ওই নাবালিকার নাম মনীষা দাস। বয়স সাত বছরের আশাপাশে। বাড়ি নদিয়ার হাঁসখালি থানার দক্ষিণপাড়া এলাকায়। পরিবারের দাবি, স্কুলে যাওয়ার আগে স্নান করে ছাদে জামা কাপড় মেলতে গিয়েছিল কিশোরী। তাড়াহুড়ো করে নামতে যায় ছাদ থেকে।
নদিয়া: অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ছাদে কাপড় মেলতে গিয়ে মৃত্যু সাত বছরের নাবালিকার। আচমকা জলজ্যান্ত মেয়েটা এভাবে চলে যাবে তা ভাবতে পারেননি মা-বাবা। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ওই নাবালিকার নাম মনীষা দাস। বয়স সাত বছরের আশাপাশে। বাড়ি নদিয়ার হাঁসখালি থানার দক্ষিণপাড়া এলাকায়। পরিবারের দাবি, স্কুলে যাওয়ার আগে স্নান করে ছাদে জামা কাপড় মেলতে গিয়েছিল কিশোরী। তাড়াহুড়ো করে নামতে যায় ছাদ থেকে। তখনই বিপত্তি। ছাদে জল পড়ে থাকায় পা হড়কে পড়ে যায় সে। তখনই কাপড়ে মেলার জন্য বাঁশে বাঁধা থাকা দড়ি মেয়েটির গলায় পেঁচিয়ে যায়।
ঘটনার পর তড়িঘড়ি ওই নাবালিকাকে নিয়ে আসা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকার শোকের ছায়া। এ প্রসঙ্গে মৃতের জেঠু বলেন, “ও দ্বিতীয় শ্রেণিতে পড়ত। স্নান করে ছাদে গিয়েছিল জামা কাপড় মেলবে বলে। কোনও ভাবে পড়ে যায়। তখনই গলায় ফাঁস লেগে …। আমরা ভাবতেই পারছি না মেয়েটা আর নেই। সকালেও জলজ্যান্ত মেয়েটাকে দেখলাম। আর এখন কী অবস্থা।”