Nadia: প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু যুবকের
Nadia: এ বছরও দুপুর থেকে নৌকা বিলাসের মাধ্যমে চলছিল প্রতিমা বিসর্জন। তখনই ঘটে দুর্ঘটনা। একটি প্রতিমা বিসর্জনের সময় তিনজন নৌকা থেকে জলে পড়ে যায়। পুলিশ ডুবরি নামিয়ে দু'জনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করতে পারলেও মুক্তেশ তলিয়ে যায়।
![Nadia: প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু যুবকের Nadia: প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু যুবকের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/11/Nadia-36.jpg?w=1280)
তেহট্ট: কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে জলঙ্গী নদীতে পড়ে মৃত্যু এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের চাঁদেরহাটে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের নাম মুক্তেশ মণ্ডল (২৪)।
চিরাচরিত নিয়ম মেনে ওই এলাকায় নৌকায় সমস্ত প্রতিমা নামিয়ে এনে চলে নৌকা বিহার। পুজো কমিটির পাশাপাশি সাধারণ মানুষও নিজেরা নৌকায় চড়ে নৌকা বিহারে অংশগ্রহণ করেন। এরপর নৌকা থেকেই জলঙ্গী নদীতে প্রতিমা বিসর্জন করা হয়।
এ বছরও দুপুর থেকে নৌকা বিলাসের মাধ্যমে চলছিল প্রতিমা বিসর্জন। তখনই ঘটে দুর্ঘটনা। একটি প্রতিমা বিসর্জনের সময় তিনজন নৌকা থেকে জলে পড়ে যায়। পুলিশ ডুবরি নামিয়ে দু’জনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করতে পারলেও মুক্তেশ তলিয়ে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় ডুবুরিরা তার নিথর দেহ উদ্ধার করে। এরপর তাঁকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী বলেন, “নদীর এ পাড়ে আমাদের বাড়ি। বসে বসে বাজি ফাটানো দেখছিলাম। হঠাৎ দেখলাম ও জলে পড়ে গেল। এরপর আমরা নদীতে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি করছিলাম। প্রায় আধঘণ্টা ধরে খোঁজাখুঁজি করি। পরে অনেকক্ষণ পর উদ্ধার হয়েছে।”