Nadia Suicide: ব্যাঙ্ক থেকে ফিরে নিজের ঘরে যান, পাশের ঘরে ছেলে-বউকে চরম অবস্থায় দেখলেন পড়শিরা

Nadia Suicide: পরিবার সূত্রে জানা গিয়েছে, শুভদীপের বাবা বিশ্বনাথ মঙ্গলবার সকালে ব্যাঙ্কে গিয়েছিলেন। ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরে অন্য ঘরে ছিলেন তিনি।

Nadia Suicide: ব্যাঙ্ক থেকে ফিরে নিজের ঘরে যান, পাশের ঘরে ছেলে-বউকে চরম অবস্থায় দেখলেন পড়শিরা
মা ও ছেলের দেহ উদ্ধার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2022 | 4:39 PM

নদিয়া: সকালে ব্যাঙ্কে গিয়েছিলেন। ফিরে এসে খাওয়া দাওয়া করেন। সকালে স্ত্রী রান্নাও করেছিলেন। কিন্তু তারপরই বেলায় নিজের ঘরে শুতে চলে গিয়েছিলেন বছর ছিয়াত্তরের ব্যক্তি। অন্য ঘরে ছেলে ও বউ কী করছেন, তা আঁচও করতে পারেননি। প্রতিবেশীরা বাড়ির খোলা জানালা থেকে দৃশ্য দেখে বাড়িতে ডাকাডাকি করতেই শিউরে উঠলেন বৃদ্ধ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর বি ব্লক এলাকায়। গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন মা ও ছেলে। মৃত ছেলের নাম শুভদীপ মণ্ডল (৩২) ও মায়ের নাম অঞ্জু মণ্ডল (৬০)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুভদীপের বাবা বিশ্বনাথ মঙ্গলবার সকালে ব্যাঙ্কে গিয়েছিলেন। ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরে অন্য ঘরে ছিলেন তিনি। কিছুক্ষণ পর প্রতিবেশীদের চিৎকার শুনেই সজাগ হন।

বাড়ির দরজা খোলার আগেই অন্য ঘরে স্ত্রী ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। কল্যাণী থানায় খবর দেন বিশ্বনাথ। কল্যাণী থানার পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বিশ্বনাথের কথায়, “আমি ক্যান্সার আক্রান্ত। এই খবর পাওয়ার পর স্ত্রী ও ছেলে মানসিক অবসাদে ভুগতে থাকে। ওরা শুধু আমাকে বলতে থাকে তুমি চলে গেলে আমাদের কী হবে? আমি ওদের বুঝিয়েছিলাম, তারপর…” জানা যাচ্ছে, ভেলোরে চিকিৎসা করাতে যাওয়ার কথা ছিল বিশ্বনাথের। ১৬ ও ২১ তারিখ সেখানে চিকিৎসক দেখানোর কথা ছিল। বুধবারই তাদের ভেলোরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই ঘটনা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।