Patient Died: সন্তানসম্ভবা স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছিলেন যুবক, এমন দৃশ্য দেখবেন ভাবতেও পারেননি

Nadia: বৃহস্পতিবার সকালে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ার দুর্গা পাসোয়ান তাঁর সন্তানসম্ভবা স্ত্রী সোমা পাসোয়ানকে শান্তিপুর ১ নম্বর রেলগেটের কাছে একটি নার্সিংহোমে ভর্তি করান।

Patient Died: সন্তানসম্ভবা স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছিলেন যুবক, এমন দৃশ্য দেখবেন ভাবতেও পারেননি
নার্সিংহোমে ভাঙচুর। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 11:07 PM

নদিয়া: চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে ধুন্ধুমার শান্তিপুরের একটি নার্সিংহোমে। অভিযোগ, প্রসূতির বাড়ির লোকজন ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। অভিযোগ, নার্সিংহোমের একাধিক জিনিসপত্র ভাঙচুর করা হয়। এদিকে এই ঘটনার পরই ভয় পেয়ে যান হাসপাতালের চিকিৎসকরা। চোখে মুখে তাঁদেরও উদ্বেগের ছাপ। পরে শান্তিপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। নিহতের পরিবারের লোকজন জানান, এর আগেও এই নার্সিংহোমে এক প্রসূতির মৃত্যু হয়। সে সময়ও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল।

বৃহস্পতিবার সকালে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ার দুর্গা পাসোয়ান তাঁর সন্তানসম্ভবা স্ত্রী সোমা পাসোয়ানকে শান্তিপুর ১ নম্বর রেলগেটের কাছে একটি নার্সিংহোমে ভর্তি করান। সকালেই ওই প্রসূতিতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের দাবি, সিজার করার পরই বছর ২৭-এর ওই যুবতীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। রক্তক্ষরণ হতে শুরু করে। চিকিৎসকরা অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা করছিলেন। অভিযোগ, এরইমধ্যে ওই যুবতী মারা যান। নিহতের পরিবারের অভিযোগ, মারা যাওয়ার দু’ ঘণ্টা পর পরিবারকে জানানো হয়। তাঁদের প্রশ্ন, কেন প্রসূতির অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে জানানো হল না। এখানেই তাঁরা ডাক্তারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেধে যায় নার্সিংহোমে। শুরু হয় ইটবৃষ্টি। অভিযোগ, নার্সিংহোমের ভিতরে ঢুকেও ভাঙচুর চালানো হয়। পুলিশ এসে দুই পক্ষের সঙ্গেই কথা বলে। নার্সিংহোম সূত্রে খবর, মাকে না বাঁচানো গেলেও সদ্যোজাত শিশু সুস্থ আছে। তবে স্ত্রীকে এভাবে দেখবেন ভাবতেও পারেননি ওই যুবক। এদিকে নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য প্রচুর পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: CM Mamata Banerjee: ‘রাজনীতির বাইরেও আমি তো একটা মানুষ…’, কালীঘাটে পুজো দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: Madan Mitra on Kunal Ghosh: ‘চুনোপুঁটি এমএলএ’ মদন মিত্র এবার বোমা ফাটালেন কুণাল-পার্থকে নিয়ে

আরও পড়ুন: Weather Update: পয়লা বৈশাখেও ভ্যাপসা গরম নাকি ঝেঁপে বৃষ্টি, কালবৈশাখী, জানিয়ে দিল হাওয়া অফিস