‘হেরে যাওয়ার পর ফোনই ধরছেন না বিজেপি নেতারা…’, গেরুয়া শিবিরে বড় ভাঙন

শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। তাঁদের দাবি, তাঁরা মানুষের জন্য ঠিক ভাবে কাজই করতে পারছিলেন না।

'হেরে যাওয়ার পর ফোনই ধরছেন না বিজেপি নেতারা...', গেরুয়া শিবিরে বড় ভাঙন
তৃণমূলে যোগ বিজেপি কর্মীদের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 2:05 PM

বসিরহাট: ফের বিজেপিতে বড়সড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন অন্তত ২০০ জন বিজেপি নেতা-কর্মী। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোলা শ্রীরামপুরের একাধিক পরিবারের বিজেপি সমর্থকেরা আজ তৃণমূলে যোগ দিয়েছেন। এ দিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রূপনগরের বিধায়ক বীনা মন্ডল। অন্তত ৫০টি পরিবারের সদস্য সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন তৃণমূলের স্বরূপনগর ব্লক সভাপতি রমেন সর্দার সহ স্থানীয় নেতৃত্ব।

এ দিন বিজেপি থেকে অন্যান্যদের সঙ্গে যোগ দিয়েছেন পঞ্চায়েত সদস্য মৌমিতা মন্ডল। তিনি বলেন, ‘আমরা এলাকায় সে ভাবে উন্নয়নের কাজ করতে পারছিলাম না। বিশেষ করে যে ভাবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে মানুষের বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। তাতে কাজ করা সম্ভব হয়ে উঠছিল না।’ পাশাপাশি করোনা মহামারী ও ইয়াসের বিপর্যয়ে তৃণমূল মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

ওই নেত্রী দুয়ারে রেশন বা স্বাস্থ্য সাথীরমতো প্রকল্পের কথাও উল্লেখ করেন। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর রাজ্যের নেতারা তাঁদের সঙ্গে ঠিক মতো যোগাযোগ রাখছেন না। বেশিরভাগ সময় তাদের মোবাইলের সুইচ বন্ধ পাওয়া যাচ্ছে বা ব্যস্ত থাকছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি স্পষ্ট বলেন, ‘একদিকে মানুষের জন্য কাজ অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে উদ্বুদ্ধ‌ হয়ে আমরা এই দলে যোগদান করলাম।’ আরও পড়ুন: রাত আটটা পরও মদের ফোয়ারা, জন্মদিনের হুল্লোড়, কোভিড বিধি লঙ্ঘন শহরের আরও এক হোটেলে

COVID third Wave