লাল কাপড় হাতে রেল লাইনে দাঁড়িয়ে ৭ বছরের খুদে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ ক্যানিং লোকাল!

Train: "একটা বাচ্চা ছেলে ছুটতে ছুটতে এসে বলে লাল কাপড় দাও। রেল লাইন ভাঙা। আমরা মেয়েরা এসে দেখি সত্যিই ভাঙা। তার পর লাল কাপড় নিয়ে দাঁড়াই।''

লাল কাপড় হাতে রেল লাইনে দাঁড়িয়ে ৭ বছরের খুদে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ ক্যানিং লোকাল!
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2021 | 5:08 PM

উত্তর ২৪ পরগনা: খেলতে খেলতে রেল লাইনে এসেছিল সাত বছর বয়সী খুদে। হঠাৎ তার চোখে পড়ে রেল লাইনে ফাটল। একটু পরেই তো ট্রেন যাবে এখান থেকে। কী হবে! তড়িঘড়ি বালক ছোটে মায়ের কাছে। জানায়, ‘রেল লাইন ভাঙা। চলো।’

এরপর মা-ছেলে রেল লাইনে দাঁড়িয়ে পড়েন লাল কাপড় হাতে। ওদিকে হুইসেল বাজাতে বাজাতে ছুটে আসা আপ ক্যানিং লোকাল দাঁড়িয়ে পড়ে বিদ্যাধরপুর স্টেশনের কাছে। খুদের উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং লোকাল। বালক দীপ নস্করের পিঠ চাপড়ে দিলেন রেল আধিকারিকরা।

বিদ্যাধরপুর ষ্টেশন সংলগ্ন মুকুন্দপুর এলাকার বাসিন্দা দীপ নস্কর। সোমবাার খেলতে খেলতে সে রেল লাইনের কাছে এসে দেখে রেল লাইন ভাঙা। এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে মাকে ডেকে আনতে ছুটে যায় সে। ততক্ষণে শোনা গিয়েছে লোকাল ট্রেনের আওয়াজ। একটা লাল কাপড় জোগাড় করে মা ও ছেলে দাঁড়িয়ে পড়ে রেল লাইনের উপর। যোগ দেন আরও কয়েকজন মহিলা। ঘটনাস্থলের কাছাকাছি এসে দাঁড়িয়ে যায় ট্রেন।

তারপর রেল কর্মীরা এসে দেখেন সত্যি সত্যিই রেল লাইনের উপর ফাটল! খবর দেওয়া হয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে। ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার। শুরু হয় রেল লাইন মেরামতের কাজ। প্রায় ৪৫ মিনিট ধরে চলে মেরামতির পর ফের শুরু হয় ট্রেন চলাচল।

সোনালি দাস নামে এক স্থানীয়ের কথায়, “একটা বাচ্চা ছেলে ছুটতে ছুটতে এসে বলে লাল কাপড় দাও। রেল লাইন ভাঙা। আমরা মেয়েরা এসে দেখি সত্যিই ভাঙা। তার পর লাল কাপড় নিয়ে দাঁড়াই। কিন্তু ড্রাইভার বিশ্বাস করছিল না। অনেকটা এগিয়য়ে এসে থামে ট্রেনটি। তার পর নেমে এসে তাঁরা দেখেন সত্যিই রেল লাইন দু’ফাঁক।” আরও পড়ুন: ‘এটাই নাকি মা-মাটি-মানুষের ৬ কোটির প্রোজেক্ট!’ ‘পথের দাবি’তে বিক্ষোভ তৃণমূলের, লুকোলেন ঠিকাদার!