Barrackpur: রাশিয়ান বিষ বনাম বিহারের গ্যাং! এবার পাল্টা সোমনাথের খুনের আশঙ্কা প্রকাশ পার্থর

Barrackpur: জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "আমি ব্যারাকপুরে অর্জুনের বাধা হয়ে দাঁড়িয়েছি। তাই আমাকে প্রাণে মারতে চাইছে। অর্জুন আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে। একটাই শত্রু। তবে আমি ভয় পাইনা। ওর মাথায় কেমিক্যাল লোচা হয়েছে।"

Barrackpur: রাশিয়ান বিষ বনাম বিহারের গ্যাং! এবার পাল্টা সোমনাথের খুনের আশঙ্কা প্রকাশ পার্থর
বাঁ দিকে পার্থ ভৌমিক, মাঝে অর্জুন সিং, ডান দিকে সোমনাথ শ্যামImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 5:07 PM

উত্তর ২৪ পরগনা:  বারাকপুরের রাজনীতিতে এখন রাশিয়ান বিষ বনাম বিহারের গ্যাং।  রাশিয়ান বিষে তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। কিছুদিন আগেই এমন দাবি করেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। এবার সোমনাথ শ্যামের খুনের আশঙ্কা করলেন সাংসদ পার্থ ভৌমিক। আর সেক্ষেত্রে বিহারের গ্যাংয়ের তত্ত্ব তুলে ধরেছেন তিনি। যদিও গুরুত্ব দিতে নারাজ সোমনাথ শ্যাম।

বৃহস্পতিবার বারাকপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক দাবি করেন,  সোমনাথ শ্যামকে খুন করার চেষ্টা করা হচ্ছে।বিহার থেকে গ্যাং এনে খুনের চক্রান্ত করা হচ্ছে। তাঁর বিস্ফোরক বক্তব্য, “যদি সোমনাথ শ্যাম খুন হন, তাহলে দায়ী থাকবেন অর্জুন সিং। অর্জুন সিং সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে বিহার থেকে গ্যাং ভাড়া করে মারার পরিকল্পনা করছে।”

পার্থ ভৌমিক জানান, তিনি এ বিষয়ে ইতিমধ্যেই পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন।

জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “আমি ব্যারাকপুরে অর্জুনের বাধা হয়ে দাঁড়িয়েছি। তাই আমাকে প্রাণে মারতে চাইছে। অর্জুন আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে। একটাই শত্রু। তবে আমি ভয় পাইনা। ওর মাথায় কেমিক্যাল লোচা হয়েছে।”

প্রসঙ্গত, চার বছর আগের পুরনো টেন্ডার দুর্নীতি মামলায় এখন সিআইডি জেরার মুখে পড়তে হচ্ছে অর্জুন সিংকে। গত বৃহস্পতিবার সিআইডি তলব করেছিল অর্জুন সিং-কে। তার সেখানে যাওয়ার আগেই অর্জুন সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেছিলেন, তাঁকে মারার জন্য রাশিয়া থেকে স্মাগলিং করে বিষ আনা হয়েছে। চেয়ার টেবিলে স্প্রে করে দেওয়া হবে রাশিয়ান বিষ। আর তা স্পর্শ করলে আগামী ৬ মাসের মধ্যেই অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হবে তাঁর। সোমবার তিনি এই আশঙ্কায় হাসপাতালে নিয়ে স্বাস্থ্যপরীক্ষাও করেন।