‘কথায় কাজে মিল নেই’! ‘রঙ’ দেখে টিকাদানের অভিযোগ বিজেপির, বিক্ষোভ দেগঙ্গায়
COVID Vaccination: বিজেপি নেতা তরুণ কান্তি ঘোষ বলেন, "তৃণমূল রঙ দেখে টিকা দিচ্ছে। আজ আমরা ব্লক স্বাস্থ্য় আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন দিয়েছি।"
উত্তর ২৪ পরগনা: ভ্য়াকসিনসঙ্কটকালে টিকাপ্রদানে তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হল বিজেপি। শনিবার, দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে করোনা টিকা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর। বিজেপির অভিযোগ, টিকাপ্রদানের (COVID Vaccination) কর্মসূচিতে রাজনৈতিক রঙ দেখে টিকা দেওয়া হচ্ছে। টিকার অপ্রাপ্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও।
এলাকার টিকাপ্রাপকদের অভিযোগ, সময়মতো টিকা পাচ্ছেন না তাঁরা। বার বার টিকা নিতে এসে ঘুরে যেতে হচ্ছে। রোজ রোজ নতুন নোটিস দেওয়া হচ্ছে। ফলে, বিভ্রান্তি তৈরি হচ্ছে। কমবয়সিরা টিকা পেয়ে যাচ্ছেন কিন্তু পঞ্চাশোর্ধ্ব বা সত্তর বছর বয়সি ব্যক্তিদের টিকা প্রাপ্তি ঘটছে না। ফলে, রীতিমতো সমস্যায় পড়েছেন সকলেই। শনিবার, ব্লক স্বাস্থ্য় আধিকারিকের কাছেও অভিযোগ জানান তাঁরা।
স্থানীয় বাসিন্দা তাপসী পালের কথায়, “আমার মাকে টিকা দিতে নিয়ে এসেছিলাম। আজও টিকা (COVID Vaccination) পাওয়া গেল না। রোজ নতুন নতুন নিয়ম আসছে। নতুন নোটিস দেওয়া হচ্ছে। কখনও বলা হচ্ছে অনলাইনে স্লট বুক করলেই হবে। কখনও স্লট বুক করার পরেও বলছে বিডিও অফিসে নাম জমা দিতে হবে। কথায় কাজে কোনও মিল নেই। আমরা খুবই সমস্যায় পড়েছি।”
বিজেপি নেতা তরুণ কান্তি ঘোষ বলেন, “তৃণমূল রঙ দেখে টিকা দিচ্ছে। আজ আমরা ব্লক স্বাস্থ্য় আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন দিয়েছি। তিনি হাত তুলে দিয়ে বলেছেন এ বিষয়ে পঞ্চায়েত দায়িত্ব নিয়েছে। আর পঞ্চায়েতের তরফে সবটাই পতাকার রঙ দেখে হচ্ছে। যারা তৃণমূলের তারা টিকা পেয়ে যাচ্ছে। যাদের দরকার তারা পাচ্ছে না। পুরোপুরি স্বজনপোষণ চলছে।”
পাল্টা, তৃণমূল নেতা কুতুব উদ্দিন সর্দারের কথায়, “কোনও রঙ দেখে টিকা দেওয়া হচ্ছে না। যাঁদের টিকার অগ্রাধিকার আছে তাঁরা টিকা পাচ্ছেন, সেখানে বিজেপি-তৃণমূল দেখা হচ্ছে না। এমনকী, যাঁদের বাইরে যেতে হবে, তাঁদের আগে টিকা দেওয়া হচ্ছে। বিজেপি নেতা তরুণকান্তি ঘোষ ও তাঁর অনুগামীরা ভ্রান্তি তৈরি করছেন। ভুল তথ্য ছড়াচ্ছেন। পুলিশ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক। বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।” এদিনই, সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমরা যা ভ্যাকসিন চেয়েছি, তার অর্ধেক টিকা পেয়েছি। প্রয়োজনের তুলনায় জোগান কম। টিকার জোগান পর্যাপ্ত হলে ১০০ শতাংশ টিকাকরণ হয়ে যাবে।” আরও পড়ুন: রেশন কার্ডের দৌলতে বেঁচে উঠছেন মৃত মা, আধার লিঙ্ক করাতেই চক্ষু চড়কগাছ ছেলের!