Fire Brokeout: পর্যটক ভর্তি চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, উদ্ধার শিশুসহ ৫
Arambag: বাঁকুড়ার সোনামুখী থেকে জয়রামবাটি হয়ে কামারপুকুর আসছিলেন
আরামবাগ: বছর শেষ। উৎসবের মেজাজে রয়েছেন প্রত্যেকে। শুরু হয়েছে একদিনের পিকনিক। কেউ-কেউ বা গিয়েছেন ছোট ট্যুরে। এরই মধ্যে বাধল বিপত্তি। পর্যটক ভর্তি একটি গাড়িতে লাগল আগুন। গাড়ির ভিতরে থাকা শিশুসহ কয়েকজন অল্প-বিস্তর আহত। তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
জানা গিয়েছে, জয়রামবাটি থেকে কামারপুকুর আসছিল পর্যটকের গাড়িটি। গোঘাটের পশ্চিম অমরপুরে কামারপুকুর- জয়রামবাটি রাস্তায় আগুন লাগে। একটি মারুতি ভ্যানে করে এক শিশুসহ পাঁচজন বাঁকুড়ার সোনামুখী থেকে জয়রামবাটি হয়ে কামারপুকুর আসছিলেন তাঁরা।
হঠাৎই গোঘাটের পশ্চিম অমরপুরের কাছে জয়রামবাটি কামারপুকুর রাস্তায় গ্যাস লিক করে আগুন লেগে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা আসেন ঘটনাস্থলে। স্থানীয় মানুষজন চলন্ত গাড়ি থেকে শিশুসহ পাঁচজন পর্যটককে উদ্ধার করে। ওই গাড়িতে থাকা এক মহিলা জানান, “আমরা যখন যাচ্ছিলাম তখন হঠাৎ আগুন লেগে যায়। দাউ-দাউ করে গাড়িটি জ্বলতে থাকে। এরপর আমরা নেমে পড়লেও গাড়িতে বাবা-আর শ্বশুরমশাই নামতে গিয়েই আগুন আরও জ্বলে ওঠে। ” এই ঘটনার বিষয়ে আরও এক প্রত্যক্ষদর্শী বলেন, “সে এক ভয়ঙ্কর দৃশ্য। একটি পর্যটকের গাড়ি যাচ্ছিল। মারুতি গাড়ি ছিল হঠাৎ দেখি আগুন ধরে গিয়েছে তাতে। গাড়িটিতে বাচ্চা এবং মহিলারাও ছিলেন। তবে কারোর কোনও ক্ষতি হয়নি।”
খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা আগুন আয়ত্তে আনেন। আগুনে গাড়ির ভিতরে থাকা সকলেই অল্প বিস্তর আহত হন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে নিজেদের বাড়িতে রাখেন। সহযোগিতা করেন। যদিও পুলিশকে ফোন করলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি স্থানীয় মানুষজন।
অন্যদিকে, পশ্চিম বর্ধমানে ভূগর্ভস্থ পরিত্যক্ত খনি থেকে দাউ-দাউ করে বেরিয়ে এসেছে আগুনের লেলিহান শিখা।রবিবার কেন্দা ২ নম্বর পিটের আগুন নিভতেই সোমবার নতুন করে আগুন জ্বলে উঠল কেন্দা ৩ নম্বর পিটে। আতঙ্ক ছড়াল জামুড়িয়ার কেন্দা ও নিউকেন্দা এলাকায়। ঘটনাস্থান পরিদর্শনে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন ইসিএল কর্তৃপক্ষ। আবারও স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসনের দাবি তোলেন তাঁরা।জানা গিয়েছে, কেন্দা তিন নম্বর পিট ভূগর্ভস্থ খনিটির কয়লা উত্তোলন বন্ধ রয়েছে ২০১৬ সাল থেকে। কেন্দা ও শালডাঙা এলাকার মাঝে বিস্তির্ণ এলাকায় মাটি ফুঁড়ে আগুন বের হতে শুরু হয় সোমবার থেকে। পড়ে অবশ্য সেই আগুন নিভে যায়।
আরও পড়ুন: Sundorbon Tiger: ৬ দিনে গোটা লড়াইয়ে সামিল, বাগে বাঘ আসার পরই বেকায়দায় আহত বনকর্মী