Firhad Hakim: ‘কংগ্রেস হাত মেলাক, নয়ত সিপিএমের মতো দশা হবে’, অভিষেকের সুরেই সুর ববির

TMC: বঙ্গে কংগ্রেসের উপস্থিতি এখন তলানিতে  গিয়েই ঠেকেছে। একুশের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ জোটে আস্থা রাখতে পারেনি মানুষ।

Firhad Hakim: 'কংগ্রেস হাত মেলাক, নয়ত সিপিএমের মতো দশা হবে', অভিষেকের সুরেই সুর ববির
ফিরহাদ হাকিম। ফাইল চিত্রI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2021 | 6:33 AM

উত্তর ২৪ পরগনা: উত্তরবঙ্গ সফর শেষেই আগামী ২৮ অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ২০২২-এ গোয়ার বিধানসভা নির্বাচন কেবল নয়, ২০২৪-এর ‍লোকসভা নির্বাচনও। ইতিমধ্যেই গোয়ার একাধিক হেভিওয়েট নেতৃত্ব যোগ দিয়েছেন তৃণমূলে (TMC)। জাতীয় স্তরের রাজনীতিতে অ-বিজেপি দলগুলির ক্রমশই ‘কাছাকাছি’ হওয়ার ছবি সামনে এসেছে।  এ বার কংগ্রেসকে সরাসরি তৃণমূলের হাত ধরার দাবি করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি, কটাক্ষ হেনে এও বলেন, “নয়ত সিপিএমের মতো দশা হবে।”

বস্তুত, কংগ্রেসের অবস্থান নিয়ে কিছুদিন আগেও তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রেশ ধরেই রবিবার উপনির্বাচন উপলক্ষ্যে খড়দহে তৃণমূলের হয়ে প্রচারে এসে ফিরহাদ বলেন, “বাংলায় ও ভারতে কংগ্রেসের যা অবস্থা, তাতে ওদের উচিত তৃণমূলের সঙ্গে হাত মেলানো। নয়তো, ওদের দশাও সিপিএমের মতোই হবে। কেউ আটকাতে পারবে না।”

বস্তুত, বঙ্গে কংগ্রেসের উপস্থিতি এখন তলানিতে  গিয়েই ঠেকেছে। একুশের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ জোটে আস্থা রাখতে পারেনি মানুষ। শূন্য হাতেই ফিরতে হয়েছে তাদের। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ‘নিজ গড়’ মুর্শিদাবাদেও উপচে পড়েছে সবুজের ভিড়। মালদার ছবিটাও একই। এই পরিস্থিতিতে বাম-কংগ্রেসের ‘ভবিষ্যত্‍’ নিয়ে সন্দিহান খোদ দলের নেতারাই।

জাতীয় স্তরেও ‘ঐক্যবদ্ধ’ কংগ্রেসের ছবি কার্যত মলিন বললেই চলে। খোদ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো তৃণমূলে যোগ দিতে গিয়ে বলেন, “তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, শরদ পাওয়ার কংগ্রেস, আমি চাই কংগ্রেস পরিবার একত্রিত হোক। আমার লক্ষ্য বিজেপিকে হারানো। বিজেপিকে হারাতেই আমার তৃণমূলে যোগদান। গোয়ায় নতুন সূর্যোদয় হবে। কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকলে আমরা চুপ করে থাকতে পারি না। তৃণমূল কংগ্রেস বিজেপির সামনে মাথানত করবে না।”

শনিবারই, কংগ্রেস (Congress) কে আক্রমণ করে তৃণমূলই (TMC) বিরোধী শিবিরে একমাত্র বিকল্প বলে দাবি করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কটাক্ষ, “কংগ্রেস-সিপিএম এখন শূন্য, আপনি কাদের ভোট দিচ্ছেন? সিপিএম-কংগ্রেসের চেয়ে নোটা অনেক ভাল!” বাংলার একুশের ভোটে লড়া সংযুক্ত মোর্চাকে ব্যঙ্গ করে তৃণমূল সাংসদের মন্তব্য়, “কংগ্রেস কখনও সিপিএমের সঙ্গে জোট করেছে, কখনও আইএসএফের সঙ্গে জোট করেছে! ৭ বছর ধরে বিজেপির কাছে হারছে কংগ্রেস। এদিকে ৭ বছর ধরে বিজেপিকে হারাচ্ছে তৃণমূল।”

তিনি আরও যোগ করেন, “কংগ্রেস বিজেপির কাছে শুধু হারছে। কংগ্রেস-বামকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট। কংগ্রেস আর তৃণমূলের পার্থক্য হল, কংগ্রেস ৭ বছর ধরে বিজেপির কাছে হারছে। আর তৃণমূল ৭ বছর ধরে বিজেপিকে হারাচ্ছে।” অভিষেক বলেন, “আগামী তিন মাসের মধ্যে আরও পাঁচটা রাজ্যে ঢুকব। আমরা সেখানে ঢুকে তৃণমূলকে প্রতিষ্ঠা করব।” বলেন, “এই ভোট ভারতবর্ষের জন্য। সবাই তাকিয়ে আছে তৃণমূলের ফলের দিকে। ওরা (কংগ্রেস) আদর্শ বিকিয়েছে। আদর্শহীন দলকে ক্ষমা করা যায় না।”

এদিকে এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, “মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেসই মূল বিরোধী। লোকসভা নির্বাচনে ভোট শতাংশ তার প্রমাণ। ৪ শতাংশ ভোট নিয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না।” তাঁর আরও দাবি, মোদী সরকারকে খুশি করতেই কংগ্রেসকে আক্রমণ করছে তৃণমূল। যদিও এর পরেও তিনি বিরোধী জোট করার ব্যাপারে সব দলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন। তবে বিজেপির বদলে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণ হিসাবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেন অধীর।

আরও পড়ুন: Mamata Banerjee: উত্তরবঙ্গ সফর শেষেই গোয়ায় পাড়ি মুখ্যমন্ত্রীর, সাগরপারে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল