Didir Suraksha kavach: প্রায় ৩০ মিনিট দাঁড় করিয়ে ‘দিদির দূত’কে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা

Basirhat: উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat)। সেখানে উত্তর বিধানসভায় 'দিদির দূত' (Didir doot) কর্মসূচিতে গিয়েছিলেন মিনাখাঁর (Minakha) বিধায়িক ঊষা রানি মণ্ডল, তৃণমূল কংগ্রেসের মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান, মৃত্যুঞ্জয় মণ্ডল ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এস্কেন্দার গাজি।

Didir Suraksha kavach: প্রায় ৩০ মিনিট দাঁড় করিয়ে 'দিদির দূত'কে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা
দিদির দূতকে ঘিরে বিক্ষোভ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2023 | 11:55 AM

বসিরহাট: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে জনসংযোগ বাড়াতে ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir suraksha kavach) কর্মসূচি পালন করেছে তৃণমূল। জেলায়-জেলায় ইতিমধ্যে ‘দিদির দূত’ (Didir doot) হিসাবে তৃণমূল নেতা-কর্মীরা (TMC leader) পৌঁছে যাচ্ছেন ঘরে-ঘরে। এলাকাবাসীর বিভিন্ন অভাব-অভিযোগ শুনছেন তাঁরা। এই অবস্থায় হাসনাবাদে দিদির দূত কর্মসূচিতে তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat)। সেখানে উত্তর বিধানসভায় ‘দিদির দূত’ (Didir doot) কর্মসূচিতে গিয়েছিলেন মিনাখাঁর (Minakha) বিধায়িক ঊষা রানি মণ্ডল, তৃণমূল কংগ্রেসের মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান, মৃত্যুঞ্জয় মণ্ডল ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এস্কেন্দার গাজি। অভিযোগ, বসিরহাট উত্তর বিধানসভার আমলানি গ্রাম পঞ্চায়েতের হরিপুরে দিদির দূত জনসংযোগ কর্মসূচিতে যাওয়া মাত্রই তাঁদেরকে ঘিরে রাখেন গ্রামবাসীরা। তারপর বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিক্ষোভকারীদের একজন বলেন, “দীর্ঘদিন বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল এলাকায় আসেন না। কোনও খোঁজ খবর নেন না। বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি। এখানে দীর্ঘদিন রাস্তা খারাপ। বারবার বিধায়ককে জানানো সত্বেও তিনি কর্ণপাত করেননি।” অপরদিকে, মিনাখাঁর বিধায়িক ঊষারানি মণ্ডল তাঁদের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সরকারের পনেরোটি সামাজিক প্রকল্পের সুবিধা তাঁরা  পেয়েছেন কি না তাও জানতে চান। এমনকী এও বলেন, “আর কতটুকু দরকার? সব আমাদের বিস্তারিত বলুন। আগামী দিনে আপনাদের সমস্যার সমাধান হবে।”

প্রায় ৩০ মিনিট ধরে তাঁদের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের দাবি, এখানকার বিধায়ককে এখানে আসতে হবে, না হলে আমাদের কথা দিয়ে যেতে হবে।