Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: বসিরহাটে মমতার ভরসা ‘পুরনো চাল’, হাজি নুরুলে আস্থার কারণ?

Hazi Nurul Islam: সূত্রের খবর, নুসরত জাহানকে নিয়ে দলের অন্দরেই কিছুটা ক্ষোভ ছিল। সন্দেশখালির ঘটনার আবহে তা আরও কিছুটা সামনের সারিতে উঠেও আসে। যদিও নুসরত বলেছিলেন, তিনি দলের নির্দেশমতো যা যা করার করছেন। তবে দল এবার আর তাঁর উপর ভরসা রাখতে চায়নি। বদলে হাজি নুরুলকে বসিরহাটে মুখ করে লড়বে তৃণমূল।

TMC: বসিরহাটে মমতার ভরসা 'পুরনো চাল', হাজি নুরুলে আস্থার কারণ?
বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলাম। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2024 | 7:51 PM

বসিরহাট: অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা না করা অবধি বসিরহাট কেন্দ্র নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার কাকে এই কেন্দ্রে তৃণমূল মুখ করবে, নুসরত আদৌ আর টিকিট পাবেন কি না, তিনি না পেলে সেক্ষেত্রে নতুন কোনও চমক দল রাখবে কি না — প্রশ্ন ছিল হাজারও। অভিষেকের ঘোষণার সঙ্গে সঙ্গে কাটল সমস্ত ধোঁয়াশা। বসিরহাট কেন্দ্রে প্রার্থী করা হল হাজি নুরুল ইসলামকে।

হাজি নুরুল ২০১৬ ও ২০২১-এর বিধানসভা ভোটে জিতে হাড়োয়ার বিধায়ক হন। তবে বসিরহাট লোকসভা কেন্দ্র তাঁর কাছে নতুন নয়। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনিই এ কেন্দ্রের সাংসদ ছিলেন। তৎকালীন সাংসদ সিপিআইয়ের অজয় চক্রবর্তীকে হারিয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। বর্তমানে হাজি নুরুল বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি। একইসঙ্গে রাজ্য সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তিনি।

বারাসত-১ ব্লকের বহেরার বাসিন্দা হাজি নুরুল সাংসদ, বিধায়কের পাশাপাশি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতেও সদস্য থেকেছেন তিনি। সন্দেশখালির ঘটনার আবহে এমনই সাংগঠনিক নেতায় ভরসা রাখল তৃণমূল।

সূত্রের খবর, নুসরত জাহানকে নিয়ে দলের অন্দরেই কিছুটা ক্ষোভ ছিল। সন্দেশখালির ঘটনার আবহে তা আরও কিছুটা সামনের সারিতে উঠেও আসে। যদিও নুসরত বলেছিলেন, তিনি দলের নির্দেশমতো যা যা করার করছেন। তবে দল এবার আর তাঁর উপর ভরসা রাখতে চায়নি। বদলে হাজি নুরুলকে বসিরহাটে মুখ করে লড়বে তৃণমূল।

বসিরহাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ঘোষ বলেন, “দল একেবারে যোগ্য মানুষকে প্রার্থী করেছে।” বাম আমলেও এই হাজি নুরুলের রাজনৈতিক লড়াইয়ের কারণে বেগ পেতে হয়েছিল বামেদের। তবে এই প্রার্থী নিয়ে বিজেপি সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস ঘোষ জানান, বসিরহাটের মানুষ যোগ্য জবাব দেবেন। বসিরহাটের মা-বোনেরা কখনওই এরকম প্রার্থীকে সমর্থন করবেন না। সন্দেশখালির ঘটনা থেকেই শিখেছে মানুষ।