‘বিকট আওয়াজে ঘুমটা ভেঙে গেল’, আচমকা বোমাবাজিতে অশান্ত ‘অর্জুন-গড়’!

Bhatpara: সুশীল সিংয়ের স্ত্রী বাচ্চিদেবীর অভিযোগ, নিজের দুই শিশুপুত্রকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন তিনি। আচমকা, বিকট আওয়াজ শুনতে পান বাচ্চি। ছুটে এসে দেখেন, তাঁদের বাড়ি লক্ষ্য করেই দুটি বোমা (Bomb) ছোড়া হয়েছে।

'বিকট আওয়াজে ঘুমটা ভেঙে গেল', আচমকা বোমাবাজিতে অশান্ত 'অর্জুন-গড়'!
ভুক্তভোগী বাচ্চিদেবী, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 12:36 AM

উত্তর ২৪ পরগনা:  উত্তপ্ত অর্জুন গড়। মঙ্গলবার রাত এগারোটা নাগাদ ভাটপাড়া থানার ১১ নম্বর ওয়ার্ডের দুর্গামাঠ এলাকায় বোমাবাজি করে একদল দুষ্কৃতী। অভিযোগ, স্থানীয় বাসিন্দা সুশীল সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা (Bomb) ছোড়ে দুষ্কৃতীরা। সেইসময় বাড়িতে ছিলেন সুশীল সিংয়ের স্ত্রী ও তাঁর দুই শিশুপুত্র। তবে, সুশীল বাড়িতে ছিলেন না। আচমকা বোমাবাজির জেরে আতঙ্ক এলাকায়।

সুশীল সিংয়ের স্ত্রী বাচ্চিদেবীর অভিযোগ, নিজের দুই শিশুপুত্রকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন তিনি। আচমকা, বিকট আওয়াজ শুনতে পান বাচ্চি। ছুটে এসে দেখেন, তাঁদের বাড়ি লক্ষ্য করেই দুটি বোমা (Bomb) ছোড়া হয়েছে। ঘরের একটি দেওয়ালে বোমা বিস্ফোরণের চিহ্নও রয়েছে। সঙ্গে সঙ্গে ভাটপাড়া থানায় খবর দেন বাচ্চিদেবী। বোমা বিস্ফোরণের আওয়াজে ছুটে আসেন এলাকাবাসীও। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ।

বাচ্চিদেবীর কথায়, “আমি ঘরের মধ্য়ে আমার দুই ছোট ছেলেকে নিয়ে শুয়ে ছিলামও। আমার স্বামী এখানে নেই। এদিন আচমকা রাতের বেলা বিকট আওয়াজ পেলাম। উঠে এসে দেখি বোমা মারা হয়েছে। কে বা কারা করেছে জানি না। দুটো ছোট বাচ্চাকে নিয়ে থাকি। কী করব জানি না। খুব ভয়ে আছি। এই বুঝি মরে যাব।” ঘটনায়, তৃণমূল নেতা গোপাল রাউতের দাবি, সমাজবিরোধী দুই গোষ্ঠীর বিবাদের জেরে এই বিস্ফোরণ। তবে, এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই।

সূত্রের খবর, সুশীল সিং কাঁকিনারা জুটমিলের ঠিকা দারোয়ান। বিশেষ কোনও রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক কি না তা জানা না গেলেও বিধানসভা নির্বাচনের পর এলাকায় ছিলেন না সুশীল খবর এমনটাই। যদিও, এই বোমাবাজির ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও প্রতিক্রিয়া মেলেনি। আরও পড়ুন: ‘মাসিক ১১ হাজার টাকা বেতন’, ইমেল পেতেই জেলাশাসকের দফতরে ভিড়, সত্যিটা জেনেই মাথায় হাত!