Tarpan: তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন বৃদ্ধ

North 24 pargana: পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই এ দিন মহালয়ার তর্পণ করার ভিড় হয়েছিল গঙ্গার বিভিন্ন ঘাটে। বরানগরের বাসিন্দা অরুণবাবু প্রতিবছরের মতো এদিনও গিয়েছিলেন কুটিঘাটে।

Tarpan: তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন বৃদ্ধ
তলিয়ে গেলেন বৃদ্ধ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2022 | 1:44 PM

উত্তর ২৪ পরগনা: পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে গিয়ে গঙ্গায় ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মহালয়ার সকালে ঘটনাটি ঘটেছে বরানগর কুটিঘাটে। মৃতের নাম অরুণ সাহা (৮৭)। বরানগর নৈনানপাড়া লেনের বাসিন্দা ছিলেন তিনি। বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পর উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই এ দিন মহালয়ার তর্পণ করার ভিড় হয়েছিল গঙ্গার বিভিন্ন ঘাটে। বরানগরের বাসিন্দা অরুণবাবু প্রতিবছরের মতো এদিনও গিয়েছিলেন কুটিঘাটে। কিন্তু স্নান করতে নামার বেশ কিছুক্ষণ পরেও তিনি না ওঠায় সন্দেহ হয় বাকিদের। আন্দাজ করা হয়, গঙ্গার জলে তলিয়ে গিয়েছেন তিনি।

সঙ্গে-সঙ্গে খবর যায় বরানগর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ডুবুরি নামায়। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় চলে চিরুনি তল্লাশি। অবশেষে উদ্ধার করা হয় ওই ব্যক্তির অচৈতন্য দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে থাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কুটিঘাট চত্বরে। আপাতত তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কীভাবে ওই ব্যক্তি তলিয়ে গেলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে অনুমান, ভিড়ের মাঝে বেশি নেমে গিয়েছিলেন ওই বৃদ্ধ। তার জেরেই তলিয়ে যান তিনি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কীভাবে হল বলতে পারব না। কারণ এখানে তর্পণের ভিড় ছিল। সকলেই সেখানে ছিলেন। কোনও ভাবে হয়ত পড়ে গিয়েছেন। সেইভাবে দেখিনি।’