Sand Smuggling: রাতের অন্ধকারে ব্রিজের নীচ থেকে তোলা হচ্ছে ট্রাক ট্রাক বালি, সাংসদকে বিপদের কথা জানাল রেল
Sand Smuggling: সাংসদ অর্জুন সিং-এর দাবি, অবৈধভাবে বালি তোলা বন্ধ করে দিয়েছে সরকার। তা সত্ত্বেও কারা এই কাজ করছে, তা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
নৈহাটি : রেল ব্রিজের একেবারে কাছেই চলছে বালি তোলার কাজ। অবৈধভাবে বালি তোলায় বিপদের আশঙ্কা প্রকাশ করে সাংসদ অর্জুন সিং-এর কাছে অভিযোগ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রাতের অন্ধকারে বালি গঙ্গার পাড়ের বালি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতের অন্ধকারে বালি তুলে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী অবৈধ বালি পাচার বন্ধ করে দিয়েছেন, তারপরও কারা এই কাজ করছে? তা খতিয়ে দেখবেন তিনি।
এ ভাবে বালি তোলার ফলে ঈশ্বরগুপ্ত সেতু এবং জুবিলি ব্রিজের ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা। অভিযোগ, নৈহাটি-চুঁচুড়া জুবিলি ব্রিজের কাছেই নদীর ধার দিয়ে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এই কাজ চললেও কারও কোনও হেলদোল নেই বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। এক বাসিন্দা জানান, দিনের বেলার থেকে বেশি বালি চুরি চলছে রাতেই। জুবিলি ব্রিজের কাছে গেলে দেখা যাবে, সেতু থেকে মাত্র ২০ মিটারের মধ্যেই নৌকার মধ্যে বড় বড় পাম্প লাগানো রয়েছে। স্যাক্সন পদ্ধতিতে বালি টানার কাজ চলে সেখানে।
বালি তোলার পর বালি ছাঁকার কাজ চলে। পরে ডাম্পারে করে বালির বস্তা তুলে ট্রাকে করে পাচার করা হয়। বাসিন্দাদের দাবি, প্রতিদিন কয়েকশ ট্রাক বালি পাচার করা হয়। ঈশ্বরগুপ্ত সেতুর কাছে গেলেও দেখা যাবে একই ছবি। একদিকে যখন সেতু মেরামত করার কাজ চলছে, অন্যদিকে নীচেই মোটর লাগিয়ে বালি চুরির কাজ চলছে।
সাংসদ অর্জুন সিং জানান, রেলের তরফ তাঁকে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বেআইনিভাবে এই বালি তোলার কাজ যাতে খুব দ্রুত বন্ধ করা হয়, সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন সাংসদ। এ ভাবে বালি তোলা হলে জুবিলি ব্রিজের বিপদ বাড়তে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। তৃণমূল সাংসদ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল মন্ত্রী থাকাকালীন জুবিলি ব্রিজ তৈরি করা হয়েছিল। এই অভিযোগের ব্যাপারে তিনি মমতার সঙ্গে ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন অর্জুন।
তবে ব্যারাকপুরের মহকুমা শাসককে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি মুখ খুলতে চাননি। দিন কয়েক আগেই দায়িত্ব নিয়েছেন তিনি। তবে খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানিয়েছেন মহকুমা শাসক।