Sandeshkhali: ‘হয়ত বউ-বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে…’, ভয়ঙ্কর সন্দেহ সন্দেশখালির রেখার মনে
Sandeshkhali Rekha Patra: ভাইরাল ভিডিয়ো ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধেই আক্রমণ শানালেন সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেপি প্রার্থীর দাবি, গোটাটাই 'তৃণমূলের চাল'। ভাইরাল ভিডিয়োয় দলের মণ্ডল সভাপতিকে দেখা যাওয়া প্রসঙ্গে রেখার ব্যাখ্যা, 'হয়ত ওঁর বাড়িতে বউ-বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে মিথ্যা বলিয়েছে।'
সন্দেশখালি: লোকসভা ভোটের মাঝেই ফের নতুন বিতর্ক সন্দেশখালিকে কেন্দ্র করে। এবার বিতর্ক এক ভাইরাল ভিডিয়ো ক্লিপকে কেন্দ্র করে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। এবার সেই ভাইরাল ভিডিয়ো ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধেই আক্রমণ শানালেন সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেপি প্রার্থীর দাবি, গোটাটাই ‘তৃণমূলের চাল’। ভাইরাল ভিডিয়োয় দলের মণ্ডল সভাপতিকে দেখা যাওয়া প্রসঙ্গে রেখার ব্যাখ্যা, ‘হয়ত ওঁর বাড়িতে বউ-বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে মিথ্যা বলিয়েছে।’
সম্প্রতি একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিয়ো ক্লিপে একজন রয়েছেন, যিনি সন্দেশখালি-২ ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি। গঙ্গাধর কয়াল। এবার ভোটের মাঝে ভাইরাল ভিডিয়ো ক্লিপকে হাতিয়ার করেই এখন পুরোদমে ফায়দা তুলতে নেমে পড়েছে তৃণমূল। ঘাসফুল শিবির অভিযোগ তুলছে, গোটা ঘটনা সাজানো। যদিও ওই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। এদিকে সন্দেশখালিকে কেন্দ্র করে এই নয়া বিতর্কের আঁচ ইতিমধ্য়েই পড়তে শুরু করেছে দিল্লির রাজনীতিতে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সাংবাদিক বৈঠক করেছেন কলকাতা থেকে। তারপর আজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও দিল্লিতে এই নিয়ে সরব হয়েছেন।
তবে ভাইরাল ওই ভিডিয়োয় নাম জড়ানো মণ্ডল সভাপতিও দাবি করেছেন, এই ভিডিয়ো ভুয়ো। এবার সন্দেশখালিতে দলের নেতার হয়ে ব্যাট ধরলেন বিজেপি প্রার্থী রেখা পাত্রও। তাঁর বক্তব্য, ‘এটা তৃণমূলের চাল। ওরা হেরে যাবে, সেই ভয়েই এসব করছে। যে কোনও কিছুর বিনিময়ে বিজেপির ক্ষতি করার চেষ্টা করছে। এ নিয়ে আমার কিছু বলার নেই। এটা তৃণমূলের কাজ। ওঁর বাড়িতে হয়ত বউ-বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে মিথ্যা বলিয়েছে।’