Sheikh Shajahan: সাদা রঙেই লুকিয়ে ‘তুক’! কেন শাহজাহান সাদা রঙের পোশাক পরেন, ফাঁস করলেন ‘মুগ্ধ’ অনুগামীই

Sheikh Shajahan: পাশ থেকে আসছিল সাংবাদিকদের প্রশ্নবাণ। উত্তর দিলেন না শাহজাহান। শুধু দিলেন না, এমন নয়, আঙুল নাড়ালেন। তাঁর 'বডি ল্যাঙ্গুয়েজ' বলে দিল, 'এখন কোনও প্রশ্ন নয়।' শাহজাহানের আদালত প্রবেশের একটি ভিডিয়ো তুলে দিচ্ছে গ্রেফতারির ধরন নিয়ে হাজারও প্রশ্ন।

Sheikh Shajahan: সাদা রঙেই লুকিয়ে 'তুক'! কেন শাহজাহান সাদা রঙের পোশাক পরেন, ফাঁস করলেন 'মুগ্ধ' অনুগামীই
কেন সাদা পোশাক পরেন শাহজাহান? Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 5:38 PM

সন্দেশখালি: সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেহ শাহজাহান। দেড় মাস আগে পর্যন্তও এই নামটা ঘোরাফেরা করত প্রত্যন্ত ওই দ্বীপ এলাকাতেই।  কিন্তু গত দেড় মাসে এই শব্দবন্ধ বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতির আঙিনায়। শেহ শাহজাহান সন্দেশখালির ‘বাঘ’। সেই ‘বাঘ’ ধরা পড়েছে খাঁচায়। কিন্তু মেজাজ তাঁর সেই আগের মতোই। গ্রেফতারির পর বসিরহাট আদালতে পেশের সময়ে প্রথম প্রকাশ্যে শেখ শাহজাহান। এতদিনে অন্তরালেই ছিলেন। যত ছবি, ভিডিয়ো তাঁর প্রকাশ্যে এসেছে, সবই তাঁর সামাজিক মাধ্যম থেকে নেওয়া। এই প্রথম তাঁর ছবি প্রকাশ্যে। আর ঠিক যেমনটা এতদিন তাঁর ‘ফার্স্ট লুক’ই বলে দিল কেন তিনি ‘শাহজাহান’?

মধ্যরাতে গ্রেফতার। সকালে বসিরহাট আদালতে পেশ। পরনে সাদা ধবধবে জামা, সাদা প্যান্ট। ধূসর রঙের নেহেরু কোর্ট। সাদা স্নিকার্স। পুলিশের আগে গট গট করে হেঁটে এজলাসে ঢুকলেন শাহজাহান। পুলিশ পিছু পিছু! দৃশ্যত, তাঁর চোখেমুখে সেই ‘শাহি’ব্যাপার, আত্মবিশ্বাস। দেখে বোঝার উপায় নেই, তাঁর বিরুদ্ধেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ, তিনি গ্রেফতার হয়েছেন।

পাশ থেকে আসছিল সাংবাদিকদের প্রশ্নবাণ। উত্তর দিলেন না শাহজাহান। শুধু দিলেন না, এমন নয়, আঙুল নাড়ালেন। তাঁর ‘বডি ল্যাঙ্গুয়েজ’ বলে দিল, ‘এখন কোনও প্রশ্ন নয়।’ শাহজাহানের আদালত প্রবেশের একটি ভিডিয়ো তুলে দিচ্ছে গ্রেফতারির ধরন নিয়ে হাজারও প্রশ্ন। কীভাবে পুলিশের আগে এইভাবে হাঁটলেন তিনি? একজন ব্যক্তি যিনি এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন, অন্তত পুলিশের কথা অনুযায়ী, তাঁকে মধ্যরাতে গ্রেফতার করা হল, তিনি কীভাবে এত চকচকে পোশাক পরে আদালতে এলেন? প্রশ্ন তুলেছেন বিরোধীরাই।

এদিন আদালতে ভিড়ের মাঝেই  শাহজাহানের অনুগামীরাও ছিলেন। তাঁদের ‘মাসিহা’ গ্রেফতার হয়েছেন,  তাঁরা এদিন অবশ্য চুপ। কিন্তু গ্রেফতারির পরও শাহজাহানের ‘অ্যাপিয়ারেন্স’ দেখে মুগ্ধ এক অনুগামী বললেন, “শেখ শাহজাহানের পছন্দের রঙ সাদা। তিনি বেশিরভাগ সময়েই সাদা রঙের পোশাক পরতে ভালোবাসেন। তাই এদিনই শাহজাহান সাদাই পরেছেন।”