Titagarh Bomb Blast: বিস্ফোরণে আহত কিশোরের অবস্থা এখনও সঙ্কটজনক, টিটাগড় জুড়ে পুলিশি তল্লাশি
Titagarh Bomb Blast: পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় টিটাগড় থানার পুলিশ দু'জনকে আটক করেছে।
উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে বোমা বিস্ফোরণে আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বোমায় গুরুতর আহত হয় ১১ বছরের মহম্মদ আফরোজ। ঘটনার পর দ্রুত তাকে স্থানীয় বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পর থেকে থমথমে এলাকা। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় টিটাগড় থানার পুলিশ দু’জনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা বোমাও উদ্ধার করেছে। ঘটনার পর থেকে টিটাগড় উড়ানপাড়া এখন থমথমে। এলাকায় পুলিশ পিকেট বসানো রয়েছে।
বুধবার ভরসন্ধ্যায় টিটাগড়ের ১৮ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বাড়ির পাশেই কারবালা মাঠে খেলতে গিয়েছিল মহম্মদ আফরোজ নামে ওই কিশোর। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে,বল ভেবে বোমাটিকে ধরেনি আফরোজ। কোনওভাবে খেলতে খেলতেই মাঠে পড়ে থাকা বোমায় পা লেগে যায় তার। তাতেই বোমাটি ফেটে যায়।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কারবালার মতো একটি মাঠ অত্যন্ত জনবহুল। সেখানে কীভাবে বোমা ফেলে রেখে যেতে পারে কেউ। আদৌ সেখানে বসে বোমার বাঁধার মতো পরিস্থিতি নেই। কারণ ওই এলাকায় নিত্য প্রচুর মানুষের যাতায়াত রয়েছে। তাহলে কি কেউ বোমা রেখে গিয়েছিল সেখানে? এই সব প্রশ্নেরই উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা। আপাতত এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তাঁরা। দুষ্কৃতীদের শণাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।