‘মোদীবাবু কথা দিয়েছিলেন গরুর গাড়ি চড়বেন’, প্রতিবাদে পথে মদন
Madan Mitra: এরপরেই, সরাসরি বিজেপিকে তোপ দেগে তৃণমূল নেতা বলেন, "বিজেপির সবটাই খারাপ। এত জঘন্য, নিকৃষ্ট দল আমি আগে দেখিনি। আমরা রুলিং পার্টি। কিন্তু, বিরোধী দল এমন হবে তা ভাবতেও পারিনা।"
উত্তর ২৪ পরগনা: রাজ্য়ে সম্প্রতি সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোপণ্যের দাম। বুধবার, শহর কলকাতাতেও শতদামে উঠল পেট্রল-ডিজেল। জ্বালানীর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে (Petrol Diesel Price hike) ইতিমধ্যেই প্রতিবাদে পথে নেমেছে বিরোধী শিবিরগুলি। বৃহস্পতিবার কামারহাটির রাস্তায় গরুর গাড়ি চালিয়ে প্রতীকী প্রতিবাদ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।
এদিন কামারহাটির রাস্তায় গরুর গাড়ি চালিয়ে এলাকায় ঘুরলেন তৃণমূল বিধায়ক। সরাসরি কেন্দ্রীয় সরকারকেস তোপ দেগে বললেন, “মোদী আর অমিত শাহকে গরুর গাড়ি চড়াব ভেবেছিলাম তা আর হল না। মোদীবাবুরা কথা দিয়েছিলেন, ওঁরা এখানে আসবেন, গরুর গাড়ি চড়বেন। আমি ভেবেছিলাম মোদী আর অমিত শাহকে এই গাড়িতেই বিচুলি পেতে শুইয়ে দেব। তারপর আমি গাড়ি চালাব। কিন্তু, আমার দুর্ভাগ্য! ওঁরা ব্য়স্ত, এলেন না। আসলে এখন যা পেট্রলের দাম, তাতে আর যাই হোক, গাড়ি তো চালানো যাবে না, গরুর গাড়িই ভরসা। অগত্য়া, সেই ব্যবস্থাই করলাম।”
এরপরেই, সরাসরি বিজেপিকে তোপ দেগে তৃণমূল নেতা বলেন, “বিজেপির সবটাই খারাপ। এত জঘন্য, নিকৃষ্ট দল আমি আগে দেখিনি। আমরা রুলিং পার্টি। কিন্তু, বিরোধী দল এমন হবে তা ভাবতেও পারিনা। সিপিএমও এককালে আমাদের বিরোধী ছিল, কিন্তু আজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বিজেপিও একদিন এমন হারিয়ে যাবে। পেট্রলের দাম বাড়িয়ে (Petrol Diesel Price hike) আসলে ওরা নিজেদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল।” এদিন, কামারহাটি রথ তলা মোড় থেকে তৃণমূলের মিছিল শুরু হয়ে শেষ হয় বেলঘড়িয়া বিভার মোড়ে। শুধু কামারহাটিতেই নয়, রাজ্য় জুড়ে সর্বত্রই পেট্রোপণ্য়ের মূল্যবৃ্দ্ধির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে শাসক শিবির।
আরও পড়ুন: ‘জ্যোতিবাবুর ছবিতে যখন মালা দিচ্ছিলাম…’ নস্ট্যালজিক মদনের মুখে হাসি, চোখ ‘ঝাপসা’