Becharam Manna: পাইলট গাড়ির পিছনে ধাক্কা, বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন মন্ত্রী বেচারাম
Becharam Manna: সূত্রের খবর, মঙ্গলবার আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে মন্ত্রী বেচারা মান্নার গাড়ি।
আসানসোল: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মন্ত্রী। আসানসোল থেকে কর্মসূচি সেরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে কৃষিমন্ত্রী বেচারাম মান্নার গাড়ি। মন্ত্রী অল্প বিস্তর চোট পেলেও তাঁর ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে মন্ত্রী বেচারা মান্নার গাড়ি। কৃষি মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি তারই কনভয়ের পাইলট গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনায় আহত হন মন্ত্রী। বর্ধমানের কাছে জৌগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, পাইলট গাড়ির আগে অন্য একটি গাড়ি চলে আসায় হঠাৎ করে ব্রেক কষতে হয় পাইলট গাড়িটিকে। আর পাইলট গাড়ি হঠাৎ করে থেমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ি ধাক্কা মারে পাইলট গাড়ির পিছনে। অল্পবিস্তর মন্ত্রী চোট পান। জানা গেছে সিঙ্গুরে গিয়ে তিনি চিকিৎসা করাবেন।
এ দিন, আসানসোলে এসেছিলে মন্ত্রী বেচারাম মান্না। তিনি সাত সকালে কল্যাণেশ্বরী মন্দিরে পুজোও দিয়েছিলেন। তারপর সুফল বাংলার দু’টি বিপণন কেন্দ্র বা স্থলের উদ্বোধন তিনি করেনছিলেন। এই কর্মসূচি শেষ করেই আসানসোল থেকে তিনি ফিরছিলেন কলকাতায়। আর তারপরেই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আসানসোলের একটি কর্মসূচিতে এসেছিলাম। আর এখানে এলেই মায়ের চরণে প্রণাম করতে আসতে হয়। তখনই এমন ঘটনা।’