Jamuria: গরুর পালের পর এবার কয়লা, পার্সেল ভ্যান খুলতেই চোখ কপালে উঠল পুলিশের
Jamuria: রবিবার নাকা চেকিং করার সময় এই কয়লা বোঝাই পার্সেল ভ্যানটি ধরা পড়ে বলে জানা গিয়েছে।
পশ্চিম বর্ধমান: কিছুদিন আগেই ডাক পার্সেল ভ্যানে ধরা পড়েছিল গরুর পাল। এবার পার্সেল ভ্যানে করে কয়লা পাচারের চেষ্টার অভিযোগ উঠল। নাকা চেকিংয়ে উদ্ধার হল ৩০০ কুইন্ট্যাল কয়লা। ধানবাদে পার্সেল ভ্যান থেকে গরু উদ্ধারের পর এবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার বীজপুর এলাকায় পার্সেল ভ্যানে মিলল বস্তা বস্তা কয়লা। নাকা চেকিংয়ের সময় পুলিশ এই কয়লা উদ্ধার করে।
রবিবার নাকা চেকিং করার সময় এই কয়লা বোঝাই পার্সেল ভ্যানটি ধরা পড়ে বলে জানা গিয়েছে। ভ্যানের চালকের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চায় পুলিশ। সেই কাগজ পরীক্ষা করার পর পিছনের গেট খুলতেই পুলিশ দেখতে প্রায় বস্তা বস্তা কয়লা। গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়। এই কয়লা কেন, কী উদ্দেশে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে চায় পুলিশ।
এর আগে ঝাড়খণ্ডের ধানবাদে গরু বোঝাই কন্টেনার ভ্যান ধরা পড়ে। বিহারের ওউরঙ্গাবাদের গরুর হাট থেকে এই গরু কেনা হয় বলে অভিযোগ। সেই গরু বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বীরভূম, মুর্শিদাবাদ হয়ে এই গরু পাচার করা হত বলেও অভিযোগ ওঠে। গাড়ি ধরা পড়তেই চালক ও খালাসি পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এভাবে প্রতি নিয়তই গরু পাচার হয়।
গত কয়েক মাসে কয়লা পাচার মামলা ও গরু পাচার মামলা ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। দু’ক্ষেত্রেই কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডি, সিবিআই—দুই তদন্তকারী সংস্থা সমান্তরালভাবে এই দুই ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যেই একাধিক গ্রেফতারি রয়েছে। গরু পাচার মামলাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল, এনামুল হক, সায়গল হোসেনরা। কয়লাকাণ্ডেও একাধিক তলব হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। এরইমধ্যে কয়েক দিনের তফাতে পার্সেল ভ্যানে গরু এবং কয়লা উদ্ধারের ঘটনা নতুন করে প্রশ্ন উস্কে দিচ্ছে। ইডি, সিবিআইয়ের তদন্ত যখন রাজ্যজুড়ে হইহই ফেলে দিয়েছে, সেখানে কি আড়ালে আবডালে এখনও পাচারকারীরা সক্রিয়?