তবাসুমে ‘কঠোর’ পুরসভা, নোটিস গেল বিদায়ী ডেপুটি মেয়রের বাড়িতে, জারি একাধিক নিষেধাজ্ঞা
COVID Vaccination: পুরসভার পক্ষ থেকে অভিযোগ নোটিস দেওয়া হলেও কার্যত সেই নিষেধাজ্ঞা চিঠি গ্রহণ করেননি তৃণমূল নেত্রী। দিনের পর দিন তাঁর বাড়ি থেকে গিয়ে ফিরে আসছেন পুরকর্মীরা।
পশ্চিম বর্ধমান: প্রশিক্ষণ ছাড়াই যৌনকর্মীকে ভ্যাকসিন (COVID Vaccination) দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন আসানসোল পুরনিগমের বিদায়ী ডেপুটি মেয়র তথা বর্তমান পুরপ্রশাসক বোর্ডের সদস্য তবাসুম আরার। পুরসভার পক্ষ থেকে কঠোর পদক্ষেপ করা হয়েছে তবাসুম আরারের বিরুদ্ধে। ইতিমধ্যেই শো-কজ নোটিস পেয়েছেন তবাসুম। এ বার, পুরসভায় তবাসুমের অনুপ্রবেশেও নিষেধাজ্ঞা জারি করল আসানসোল পুরকর্তৃপক্ষ। শুধু অনুপ্রবেশ নয়, পুরসভার গাড়িও ব্যবহার করতে পারবেন না তবাসুম। এমনটাই নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হল বিদায়ী ডেপুটি মেয়রকে।
পুরসভার তরফে জানা গিয়েছে, গত শনিবার কুলটির নিয়ামতপুরের চবকার যৌনপল্লিতে গিয়ে এক যৌনকর্মীকে টিকা (COVID Vaccination) দেন তবাসুম আরার। কোনও প্রশিক্ষণ ছাড়াই কী করে তিনি এই কাজ করলেন তা নিয়ে বিস্তর গোলযোগ শুরু হয়। এমনকী, ঘটনাকে কেন্দ্র করে ফের শাসক-বিরোধী সংঘাত অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সেদিনই, বিদায়ী ডেপুটি মেয়রকে শোকজ নোটিস পাঠান পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। সোমবারের মধ্যে সেই নোটিসের জবাব দিতে বলা হলেও মঙ্গলবার কার্যত লিপিবদ্ধ জবাব পুরপ্রশাসকের কাছে পাঠিয়ে দেন তবাসুম। সেই জবাবে স্বপক্ষে বেশ কয়েকটি যুক্তিও সাজিয়েছেন তিনি। পাশাপাশি, এও জানিয়েছেন ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন। তবাসুমের শোকজ জবাবের পরিপ্রেক্ষিতে কিছুদিনের মধ্যেই বৈঠক হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত পুরনিগমের অফিসে আসা ও গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা নোটিস দেওয়া হল তবাসুমকে।
যদিও, পুরসভার পক্ষ থেকে অভিযোগ নোটিস দেওয়া হলেও কার্যত সেই নিষেধাজ্ঞা চিঠি গ্রহণ করেননি তৃণমূল নেত্রী। দিনের পর দিন তাঁর বাড়ি থেকে গিয়ে ফিরে আসছেন পুরকর্মীরা। চিঠি না নিলে বিদায়ী ডেপুটি মেয়রের বাড়ির সামনেই ঝোলানো হবে নোটিস এমনটাই হুঁশিয়ারি দিলেন পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।
পুরপ্রশাসক বলেন, “বিদায়ী ডেপুটি মেয়র তবাসুম আরারকে চিঠি পাঠানো হয়েছে। লিখিত এই নির্দেশিকা পুরকর্মী মারফত তার কাছে পাঠানো হয়েছে। কিন্তু তিনি সেই চিঠি গ্রহণ করছেন না। অফিস বেযারারা বার বার ঘুরে আসছেন। আজকে আমরা সেই চিঠি বাই পোস্ট পাঠিয়ে দিয়েছি। এর পাশাপাশি থানাতেও পাঠিয়ে দেওয়া হবে সেই চিঠি। যদি তিনি কোনোভাবেই এই নির্দেশিকার চিঠি গ্রহণ না করেন তবে ওঁর বাড়ির দরজায় সেই নোটিস টাঙিয়ে দেওয়া হবে। ওঁর শোকজের জবাব আমরা পেয়েছি। এক সপ্তাহ পর এই নিয়ে আলোচনা হবে। জবাবে সন্তুষ্ট না হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভ্যাকসিন কাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তাঁকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।”
কুলটির ভ্যাকসিনকাণ্ড (COVID Vaccination) নিয়ে তবাসুম আরার সঙ্গে সেদিনের শিবিরে থাকা পুরনিগমের এক চিকিৎসক ও দুই নার্সকে শোকজ করেছিলেন পুরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক গঙ্গোপাধ্যায়। তাঁরাও তাদের শোকজের জবাব দিয়েছেন। পুরস্বাস্থ্য আধিকারিক সেই জবাব-সহ একটি রিপোর্ট পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাক্তার অশ্বিনী কুমার মাজির কাছে জমা দিয়েছেন। সিএমওএইচ গোটা ঘটনার একটি রিপোর্ট রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের কাছে পাঠিয়ে দিয়েছেন বলেই জানিয়েছে আসানসোল পুরপ্রশাসন।
আরও পড়ুন: দিদিগিরি! ট্রেনিং ছাড়াই টিকাদান যৌনকর্মীদের, কাঠগড়ায় তৃণমূলের বিদায়ী ডেপুটি মেয়র