Abhishek Banerjee: পার্থ জেলে, পঞ্চায়েতের আগে তৃণমূলকে ‘শক্ত’ করতে পশ্চিম মেদিনীপুরে বৈঠকে অভিষেক

Abhishek Banerjee: মূলত, জেলার সাংগঠনিক দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির পর আজ সেই জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Abhishek Banerjee: পার্থ জেলে, পঞ্চায়েতের আগে তৃণমূলকে 'শক্ত' করতে পশ্চিম মেদিনীপুরে বৈঠকে অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Aug 22, 2022 | 12:19 PM

মেদিনীপুর: জেলায়-জেলায় বৈঠক করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর নজরে দুই মেদিনীপুর। সোমবার অর্থাৎ আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। মঙ্গলবার অর্থাৎ আগামিকাল বসবেন শুভেন্দু অধিকারী গড় পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে।

মূলত, জেলার সাংগঠনিক দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির পর আজ সেই জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুর্নীতির বিরুদ্ধে যে কোনও রকম আপোস নয়, সেকথা পরিস্কার বুঝিয়ে দিয়েছে শাসক নেতৃত্ব।

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃলমূলস্তর থেকেই শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে দল। ইতিমধ্যে একের পর এক জেলাওয়ারি বৈঠক করে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থর গ্রেফতারির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ নজরে এই পশ্চিম মেদিনীপুর জেলা। কারণ, এখানেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্ত্রীর নামে স্কুল রয়েছে। জেলায় পার্থ অনুগামীও রয়েছেন অনেকে। ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলের প্রতিশ্রুতি দিয়েছেন।এই পরিস্থিতিতে আজকের বৈঠকে কী টোটকা দেন অভিষেক, সেদিকেই তাকিয়ে জেলা নেতৃত্ব।

শুধু পশ্চিম মেদিনীপুরই নয়, অভিষেকের নজরে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাও। বাংলা রাজনীতির মানচিত্রে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি বলে পরিচিত। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারিয়ে বিধায়ক হয়েছেন এই শুভেন্দু। এবার তাঁর গড়েই পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক থেকে সংগঠনকে আরও শক্তপোক্ত করার জন্য জেলার নেতাদের কোন বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে যথেষ্ট কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।