Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরে নদীবাঁধের সরকারি জায়গা বিক্রির অভিযোগ
Debra: বিধায়ক হুমায়ুন কবির বলেন, "কংসাবতীর জমি আমি কোথায় বিক্রি করব? ওখানে তো আমাদের নিজেদেরই জমি আছে। সেটাই চাষ করতে পারি না। এমনিই পড়ে আছে।"
[ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের নাম ব্যবহার করে কংসাবতী নদীবাঁধের সরকারি জায়গা বিক্রি করে দেওয়ার অভিযোগ সংক্রান্ত যে প্রতিবেদন টিভি নাইন বাংলায় প্রকাশিত হয়, সেখানে বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য প্রাথমিকভাবে সংযুক্ত করা হয়নি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। পরবর্তী সময়ে হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া প্রতিবেদনে যুক্ত করা হয়।]
পশ্চিম মেদিনীপুর: নদী বাঁধের সরকারি জায়গা। সেটাই বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। হুমায়ুন কবিরের নাম ব্যবহার করে এমন কাজ করা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ।
স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, কিছু লোক নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই এই ধরনের অভিযোগ করছেন। যিনি অভিযোগ তুলেছেন, তিনি এক সময় তৃণমূলেরই লোক ছিলেন বলেও দাবি করা হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকেও। তিনি অবশ্য বলেন, ‘কংসাবতীর জমি আমি কোথায় বিক্রি করব? ওখানে তো আমাদের নিজেদেরই জমি আছে। সেটাই চাষ করতে পারি না। এমনিই পড়ে আছে। দ্বিতীয়ত, আমার কোনও দাদা নেই। আমিই দাদা। আমার ভাই আছেন, তিনি এর সঙ্গে সম্পর্কিতই নন। তিনি ওখানে থাকেনই না, ব্যারাকপুরে থাকেন। ওখানে ব্যবসা আছে, সেখানেই থাকেন। আমিও দেশের বাড়িতে খুব একটা যাই না।’