Asansol: এক রাতেই ত্রাস হয়ে ওঠে গোটা গ্রামের! ‘বেওয়ারিশ-ভয়’ শিহরণ জাগাচ্ছে শরীরে

Asansol: কখনও লাথি, কখনও কামড়, কখনও খুড়ের আঘাত। মালিকহীন ঘোড়ার দাপাদাপিতে অতিষ্ঠ বারাবনি। ঘোড়ার কামড়, ঘোড়ার লাথি খেয়ে আহত হচ্ছেন গ্রামবাসী। আক্রান্ত হচ্ছে গবাদি পশু, পোষ্যও

Asansol: এক রাতেই ত্রাস হয়ে ওঠে গোটা গ্রামের! 'বেওয়ারিশ-ভয়' শিহরণ জাগাচ্ছে শরীরে
আসানসোলে আতঙ্ক
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 1:46 PM

আসানসোল: সকাল করেই তার উদয়! ভোরবেলায়  পাড়ার মোড়ে দেখা গিয়েছিল তাকে। রাতের অন্ধকারে কেউ বা কারা তাকে সেখানে ফেলে রেখে চলে গিয়েছিল। তারপর থেকে সেখানেই রয়ে গিয়েছে। কিন্তু মানুষের মাথাব্যথার কারণ এখন সে-ই। কখনও লাথি, কখনও কামড়, কখনও খুড়ের আঘাত। মালিকহীন ঘোড়ার দাপাদাপিতে অতিষ্ঠ বারাবনি। ঘোড়ার কামড়, ঘোড়ার লাথি খেয়ে আহত হচ্ছেন গ্রামবাসী। আক্রান্ত হচ্ছে গবাদি পশু, পোষ্যও। বারাবনি ব্লকের বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভানোড়া গ্রাম ও ভানোড়া কোলিয়ারি এলাকায় শুরু হয়েছে মালিকহীন ঘোড়ার দাপাদাপি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গত সাতদিন ধরে এই ঘোড়ার উৎপাত হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁদের প্রাথমিক অনুমান, কে বা কারা এই ঘোড়াটিকে সবার অজান্তে এই এলাকায় ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তারপর থেকে ওই ঘোড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।

আসানসোলে ঘোড়ার অত্যাচার

রাস্তাঘাটে চলাচল করা অনেক গবাদি পশুর পা ভেঙেছে ইতিমধ্যেই। আচমকাই তাড়া করছে পথচারীদের। পালাতে গিয়ে পড়ে আহত হচ্ছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘোড়ার কথা ব্লক প্রশাসন ও পুলিশকেও জানানো হয়েছে। কিন্তু কেউ কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত করেনি। অগত্যা গ্রামবাসীদেরই কয়েকজন লাথি-কামড় খেয়েও দড়ি বেঁধে গাছের নীচে বেঁধে রেখেছেন ঘোড়াটিক।

বারাবনি পঞ্চায়েত সমিতি সভাপতি অসিত সিং বলেন, “এই খবর পেয়েছি। আমরা বিডিওকে জানিয়েছি। বনদফতরকে জানানো হয়েছিল। কিন্তু ঘোড়া ওই দফতরের আওতায় পড়ে না। তাই প্রাণী সম্পদ দফতরের মারফত ওই ঘোড়াকে উদ্ধারের ব্যবস্থা করা হবে।”