Children’s fair: করোনায় বন্ধ স্কুল, তবে ঘাটালে হচ্ছে শিশু মেলা!
Ghatal: অনেকেরই মুুখে নেই মাস্ক।
পশ্চিম মেদিনীপুর: করোনায় লাগাম টানতে বন্ধ স্কুল। অথচ রাজ্যে জারি রয়েছে একাধিক মেলা। এই নিয়ে কম জলঘোলা হয়নি। এরমধ্যে আবার ঘাটালে হচ্ছে শিশু মেলা। যার জেরে শুরু রাজনৈতিক চর্চা।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিগত ৩৩ বছর ধরে আয়োজন করা হয় শিশুমেলা। ঘাটাল কলেজ মাঠেই এই মেলা বসে। শিশু মেলার পরিচালনায় থাকেন ঘাটালের বিশিষ্টজনেরা। আর সভাপতিত্ব করেন ঘাটাল মহকুমা শাসক। এবার সেই মেলাকে ঘিরে চরম রাজনৈতিক তরজা শুরু হয়েছে ইতিমধ্যে।
২৩ শে জানুয়ারি শুরু হয় ঘাটাল উৎসব ও শিশু মেলা। উদ্বোধন করতে আসেন রাজ্য তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। মেলা কমিটির দাবি কোভিড বিধি মেনেই এই মেলা আয়োজন করা হয়েছে।
কতটা নিয়ম মানা হচ্ছে মেলায়?
শিশু মেলার ভিতরে গেলে বোঝা যাবে কারো মুখে মাস্ক রয়েছে। আবার অনেকের মুখেই নেই কিছু। তাদের মধ্যে ক্রেতাও রয়েছে বিক্রেতা ও রয়েছে। এই বিষয়ে মেলা কমিটির সহ সভাপতি দিলীপ মাঝি বলেন, “আমরা প্রত্যেককে সতর্ক করছি আগামী দিনে আরও সতর্ক করব।”
এদিকে মেলার উদ্বোধন ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। সায়নী ঘোষ যখন মঞ্চে ওঠেন তখন কিছু তৃণমূল কর্মী সমর্থক হাতে দলীয় পতাকা নিয়ে স্লোগান দিতে থাকেন। সায়নী ঘোষ নিজেও মেলার মঞ্চ থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান।
এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “মেলাটি বিশিষ্ট মানুষদের নিয়ে। কোনও দলের মেলা নয়। তৃণমূল ক্ষমতায় আছে বলে মেলা নিয়ে রাজনীতি করছে।” পাশাপাশি তিনি আরও বলেন, “মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আশেপাশের সমস্ত বিধায়ক আমন্ত্রিত হলেও আমি ঘাটালের বিধায়ক হয়ে মেলায় আমন্ত্রণ পাননি।”
যদিও মেলা কমিটির সহ-সভাপতি বলেন, “এটি কোনও রাজনৈতিক দলের মেলা নয়। আমরা অভিনেত্রী হিসেবে সায়নী ঘোষকে আমন্ত্রণ করেছিলাম। তিনি মঞ্চে উঠে কী বলবেন সেটা আমাদের দেখার বিষয় নয়। আর মেলা কমিটি কাকে আমন্ত্রণ করবে কাকে না করবে সেটা সবটাই তাদের নিজস্ব ব্যাপার এ নিয়ে অহেতুক রাজনৈতিক করা হচ্ছে।”
বিধায়ককে আমন্ত্রণ না করা নিয়ে সিপিআই(এম) জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম মণ্ডল জানান, তিনি জনপ্রতিনিধি। তাঁকে আমন্ত্রণ না করাটা অসৌজন্যতার প্রকাশ। এমনকি করোনা বিধি নিয়েও তিনি সুর চড়ান।
আরও পড়ুন: Tathagata Roy : ‘খারাপ সময়ের নেতা, ক্ষমতার স্বাদে পার্টিতে আসেনি’, তথাগতর রীতেশ-পক্ষ
আরও পড়ুন: Covid Bulletin: এক ধাক্কায় কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, স্বস্তি কলকাতাতেও