Didir Doot: স্কুলে চলছে মদ্যপান, ‘দিদির দূত কর্মসূচিতে’ বিধায়ককে নালিশ খোদ কাউন্সিলরের
Didir Doot: রবিবার থেকে দিদির দূত কর্মসূচি শুরু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক থেকে বিভিন্ন জনপ্রতিনিধিরা।
ক্ষীরপাই: রাত্রিবেলা শিক্ষাঙ্গনে রাতের অন্ধকারে চলছে দুষ্কৃতীদের তাণ্ডব। চলছে নানা অনৈতিক কাজ। এমনকী চলছে মদ্যপানও। ‘দিদির সুরক্ষা কবজ’ কর্মসূচির শুরুতেই পৌর কাউন্সিলর এমনি অভিযোগ আনলেন বিধায়কের কাছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের।
রবিবার থেকে দিদির দূত কর্মসূচি শুরু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক থেকে বিভিন্ন জনপ্রতিনিধিরা। চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া এলাকার মানুষের অভিযোগ শুনতে ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দীনময়ী প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হন। আর সেখানে উপস্থিত ছিলেন ক্ষীরপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমাপ্তি পণ্ডিত, পৌরপ্রধান দুর্গাশঙ্কর পান। এ দিন তাঁরা দু’জনই বিধায়ক অরূপ ধাড়ার কাছে কাতর আর্জি জানালেন শিক্ষাঙ্গনের পরিবেশ ফেরানো হোক। কাউন্সিলর সমাপ্তি পণ্ডিত বলেন, “১ নম্বর ওয়ার্ডের দুটি স্কুল, একটি লোকসভা সমিতি প্রাথমিক বিদ্যালয়,অন্যটি দীনময়ী প্রাথমিক বিদ্যালয়। দুটি স্কুলেই স্কুল বন্ধের পর মদ্যপান থেকে নানা অনৈতিক কর্মকাণ্ড চলে। বিষয়টি নিয়ে তিনি চেয়ারম্যান সহ ক্ষীরপাই পুলিশ প্রশাসনের কাছে জানিয়েও কোনও সুরাহা পাননি। তাই এলাকার বিদ্যালয়ের পরিবেশ ফেরাতে সকলের সহযোগিতার প্রার্থনা করেছি।”
এ বিষয়ে বিধায়ক অরুপ ধাড়া বলেন,”দিদির দূত কর্মসূচির লক্ষ্যই হল মানুষের অভাব অভিযোগ শোনা। আমরা ঘটনাটি শুনেছি। দ্রুত তার সমাধান করার ব্যবস্থা করব।” ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী প্রশাসনের এই উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন।