Daspur: ‘থানার বড়বাবু সোনার গিফ্ট আইটেম চেয়েছেন’, গয়নার দোকানে গিয়ে ‘পুলিশ’-এর সে এক কীর্তি!

Medinipur: দাসপুর বাজারে সোনার দোকান পরেশ ভৌমিকের। সোমবার সন্ধ্যা নাগাদ এক ব্যক্তি দোকানে আসে। দোকান মালিককে বলে সে পুলিশ। দাসপুর থানার বড়বাবু তাকে পাঠিয়েছে উপহারের জিনিস কিনতে। পুলিশের নাম শুনে দোকানিও কিছুটা হকচকিয়ে যায়। আংটি দু'টি দিয়েও দেয়।

Daspur: 'থানার বড়বাবু সোনার গিফ্ট আইটেম চেয়েছেন', গয়নার দোকানে গিয়ে 'পুলিশ'-এর সে এক কীর্তি!
তখনও গয়না দেখছিলেন ওই ব্যক্তি। মুখ ঢাকা মাফলারে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 8:43 AM

দাসপুর: পুলিশ কর্মী পরিচয় দিয়ে সোনার দোকানে এসেছিলেন ব্যক্তি। দোকানিকে বলেছিলেন, কিছু গিফ্ট আইটেম দেখতে চেয়েছেন থানার বড়বাবু। এই বলে ২ খানা সোনার আংটি পকেটে পুড়ে হাওয়া! পরে দোকানি বুঝতে পারেন, কোনও পুলিশ নয়, আসলে ও চোর! পুলিশের পরিচয় দিয়ে এই প্রতারণা করেছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

দাসপুর বাজারে সোনার দোকান পরেশ ভৌমিকের। সোমবার সন্ধ্যা নাগাদ এক ব্যক্তি দোকানে আসে। দোকান মালিককে বলে সে পুলিশ। দাসপুর থানার বড়বাবু তাকে পাঠিয়েছে উপহারের জিনিস কিনতে। পুলিশের নাম শুনে দোকানিও কিছুটা হকচকিয়ে যায়। আংটি দু’টি দিয়েও দেয়।

দোকান মালিকের কথায়, “আমার কাছে এসে বলল দাসপুর থানা থেকে এসেছেন। কিছু গিফ্ট আইটেম থানা থেকে চেয়েছে বলেন। আমি তো বুঝতেই পারিনি এটা মিথ্যা কথা। আমাকে বলছে স্যর বললেন গিফ্টের আংটি লাগবে। তুমি ২টো আংটি দাও, বাইরে গাড়ি দাঁড় করানো আছে। আংটি দেখিয়ে এখনই দিয়ে যাব। আমিও দিয়ে দিলাম।”

এ বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, “পুলিশ পরিচয় দিয়ে সোনা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ এসেছে। আমরা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি। তা খতিয়ে দেখছি। কারণ পুলিশ এরকম সোনা নিয়েছে বলে কিছু তথ্য আমাদের হাতে এখনও আসেনি।”