Hiran Chatterjee: অফিসের ভিতরে ঢুকে পায়ের উপর পা তুলে ‘দেখে নেওয়ার’ হুমকি হিরণের, বিডিও কী করলেন জানেন?

Hiran Chatterjee: বস্তুত, মঙ্গলবার সকালে ডেবরা ট্যাবাগেরিয়াতে গিয়েছিলেন হিরন্ময় চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বেশ কিছু অভাব-অভিযোগের কথা শুনছিলেন তিনি। এরপর সন্ধ্যেবেলা দেখা গেল হিরণ পৌঁছন বিডিও অফিসে। সেখানে গিয়ে বিডিওর সঙ্গে দেখা করেন তিনি।

Hiran Chatterjee: অফিসের ভিতরে ঢুকে পায়ের উপর পা তুলে 'দেখে নেওয়ার' হুমকি হিরণের, বিডিও কী করলেন জানেন?
হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2024 | 9:32 AM

ডেবরা: এবার হুমকি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। বিডিও অফিসে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ভোটে জিতার পর কী হয় তা দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন হিরণ বলে তেমনটাই খবর। এই ঘটনার পর তীব্র বিরোধিতায় তৃণমূল।

বস্তুত, মঙ্গলবার সকালে ডেবরা ট্যাবাগেরিয়াতে গিয়েছিলেন হিরন্ময় চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বেশ কিছু অভাব-অভিযোগের কথা শুনছিলেন তিনি। এরপর সন্ধ্যেবেলা দেখা গেল হিরণ পৌঁছন বিডিও অফিসে। সেখানে গিয়ে বিডিওর সঙ্গে দেখা করেন তিনি।

এরপরই কার্যত বিজেপি প্রার্থী পরোক্ষে হুমকি দেন বিডিওকে বলে অভিযোগ। কার্যত বিডিও অফিসের ভিতরে ঢুকে হিরণ বলেন, “আগামী দু’মাস লাঠি ঝাঁটা নিয়ে গ্রাম পাহাড়া দিন। গ্রামে কোনওপুলিশ প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না । আগামী দু’মাস সবকিছু আটকে রাখুন ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব।” তিনি আরও বলেন, “অবৈধ কাজগুলি বিডিও, এসডিও-রা প্ররোচনা দিচ্ছে। কারণ তাঁদের দীপক অধিকারীকে ৩০ শতাংশ কাটমানি দিতে হয়।” এ দিকে, বিডিওর সামনে বসে যখন হিরণ একের পর এক অভিযোগ করছেন, সেই সময় বিডিও চুপ করে বসে ছিলেন। মাঝে মধ্যে মুচকি হাসছিলেনও। কিছু বলার চেষ্টাও করেন। তবে হিরণের একের পর এক অভিযোগের কাছে কার্যত তাঁকে নিশ্চুপ অবস্থাতেই থাকতে দেখা গেল।