Hiran Chatterjee: যাচ্ছিলেন নিমন্ত্রণ খেতে, রাস্তাতেই প্রশ্ন উড়ে এল ‘হিরণবাবু ১০০ দিনের টাকা দিয়ে যান’
Hiran Chatterjee: বস্তুত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বকেয়া টাকার দাবি নিয়ে বারবার সরব হয়েছেন। এমনকী, কেন্দ্রের বকেয়া অর্থ রাজ্য সরকার দেবে বলেও ঘোষণা করেন তাঁরা। বকেয়া ইস্যু নিয়ে রবিবার ব্রিগেডে জণগর্জন সভার ডাকও দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে।
ডেবরা: হাতে পোস্টার। তাতে লেখা ‘একশো দিনের টাকা কবে পাব’ আর সেই পোস্টারই দেখানো হল ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হীরণ চট্টোপাধ্যায়কে। নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পথেই বিজেপি নেতাকে দেখে ফেলা হল পোস্টার।
বস্তুত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বকেয়া টাকার দাবি নিয়ে বারবার সরব হয়েছেন। এমনকী, কেন্দ্রের বকেয়া অর্থ রাজ্য সরকার দেবে বলেও ঘোষণা করেন তাঁরা। বকেয়া ইস্যু নিয়ে রবিবার ব্রিগেডে জণগর্জন সভার ডাকও দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে। একাধিকবার মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, ‘ভোট চাইতে এলেই প্রশ্ন করুন ১০০ দিনের টাকা কবে পাব?’
এবার সেই ছবি যেন ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতে। শনিবার সেখানে তেঘরি এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে মধ্যাহ্নভোজে যাচ্ছিলেন হীরণ। অভিযোগ, সেই সময় কয়েকজন রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘হিরণবাবু একশো দিনের কাজের টাকা দিন।’ এ প্রসঙ্গে হিরণ বলেছেন, “গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা তৃণমূল চুরি করেছে। তাই ওদের পোস্টারে লেখা উচিৎ ছিল যে ২ লক্ষ টাকা চুরি হয়েছে তা কবে ফেরত দেবেন। হয়ত ভুল করে আমার নাম লিখে ফেলেছেন। এই নিয়ে আদালতে মামলাও চলেছে।”