হাতে পায়ে গদগদ করছে ঘা, মাছি ঘুরছে সর্বাঙ্গ ঘিরে! মুখ ফেরাল মানবিকতা

মর্মান্তিক দৃশ্য পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) ঘাটালের (Ghatal) কলেজ মোড় এলাকায়।

হাতে পায়ে গদগদ করছে ঘা, মাছি ঘুরছে সর্বাঙ্গ ঘিরে! মুখ ফেরাল মানবিকতা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 25, 2021 | 9:52 AM

পশ্চিম মেদিনীপুর: পায়ে গভীর ক্ষত। সেখান থেকে বেরোচ্ছে বদ রক্ত, পুজ। মাছি ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে। মাঝরাস্তায় পড়ে মাঝবয়সী এক ব্যক্তি। ছুটির সকালে এই দৃশ্য দেখে মুখ ঘুরিয়েছেন সকলেই। এমনকি অসহায় ব্যক্তি দেখে অন্য পথে হাঁটতে দেখা গিয়েছে কর্তব্যরত ট্রাফিক পুলিশকেও। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধির তৎপরতায় হুঁশ ফিরল প্রশাসনের। ওই ব্যক্তির ঠাঁই হল হাসপাতালে। মর্মান্তিক দৃশ্য পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) ঘাটালের (Ghatal) কলেজ মোড় এলাকায়।

জনবহুল এলাকা, রাজ্য সড়কের ধারেই হাতে পায়ে চরম ক্ষত নিয়ে পড়ে ছিলেন ভারসাম্যহীন ওই ব্যক্তি। কিন্তু তাঁকে দেখে পাশ কাটিয়ে সকলেই চলে যাচ্ছিলেন। এমনকি কর্তব্যরত পুলিশ কর্মীরাও ওই ব্যক্তিকে দেখে চিকিৎসার কোনও উদ্যোগ নেননি।

আরও পড়ুন: ‘বাংলায় ৪ কোটিরও বেশি ভ্যাকসিন রিজার্ভে আছে’, বিস্ফোরক তথ্য ফাঁস

অবশেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছ থেকে খবর পান ঘাটাল ব্লকের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ পঞ্চানন ঘোষ। পঞ্চাননকে বিষয়টি জানানো হলে তাঁর উদ্যোগে অবশেষে ওই ব্যক্তির চিকিৎসার জন্য ঠাঁই হয় ঘাটাল হাসপাতালে। পঞ্চাননের কথায়, “এটা কর্তব্যের মধ্যেই পড়ে। ওই লোকটার গায়ে ক্ষত ছিল। চিকিৎসার প্রয়োজন।”