Paschim Medinipur: রোগীকে অক্সিজেন সাপোর্ট দিতে গিয়ে ভাল্ব ছিটকে লাগল আয়ার চোখে, হুলস্থূল কাণ্ড মেডিক্যাল কলেজে

Paschim Medinipur: হঠাৎই সিলিন্ডারের ভাল্ব ছিটকে এসে তাঁর চোখে লাগে। আর্তচিৎকার করতে থাকেন তিনি। যন্ত্রনায় ছটফট করতে থাকেন।

Paschim Medinipur: রোগীকে অক্সিজেন সাপোর্ট দিতে গিয়ে ভাল্ব ছিটকে লাগল আয়ার চোখে, হুলস্থূল কাণ্ড মেডিক্যাল কলেজে
আহত আয়া
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2022 | 2:46 PM

পশ্চিম মেদিনীপুর: মধ্যরাতে এক রোগীর অক্সিজেন সাপোর্টের প্রয়োজন ছিল। সে কারণে অক্সিজেন সিলিন্ডার এনে লাগানোর চেষ্টা করছিলেন নার্স। অক্সিজেন সিলিন্ডারের ভাল্ব খুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভাল্ব ছিটকে এসে গুরুতর জখম হলেন হাসপাতলে কর্মরত এক আয়া। চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাঁর। চিকিৎসকরা তেমনই আশঙ্কা করছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডের এক রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য অক্সিজেনের ভাল্ব খুলছিলেন গায়ত্রী বসু রায় নামে হাসপাতালে এক আয়া। হঠাৎই সিলিন্ডারের ভাল্ব ছিটকে এসে তাঁর চোখে লাগে। আর্তচিৎকার করতে থাকেন তিনি। যন্ত্রনায় ছটফট করতে থাকেন। দ্রুত হাসপাতালের অন্যান্য কর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসককে ডেকে আনে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালেরই চক্ষু বিভাগে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে।

গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে সুপার ইন্দ্রনীল সেন জানিয়েছেন, দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই আয়া আদৌ প্রশিক্ষিত ছিলেন কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে হাসপাতালের তরফে। কিন্তু সেক্ষেত্রে যদি আরও একটি বিষয়ে প্রশ্ন উঠছে। যদি ওই আয়া প্রশিক্ষিত না হন, তাহলে তাঁকে কীভাবে নিযুক্ত করা হল? তা নিয়েই প্রশ্ন উঠছে। এ ধরনের কাজে কর্তব্যরত নার্স কেন নিজে হাতে তদারকি করেননি, তা নিয়েও উঠছে প্রশ্ন। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে এ ধরনের ঘটনা অনভিপ্রেত। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই কর্মীর চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে।