Paschim Medinipur Road Block: সাঁওতালি ভাষায় পঠনপাঠনের দাবি, আদিবাসী সংগঠনের রাজ্য সড়ক অবরোধ, থমকে পণ্যবাহী গাড়িও

Paschim Medinipur Road Block: আদিবাসী সংগঠনের দাবি, আপাতত ১২ ঘন্টার বনধের ডাক। সরকার দাবি না মানলে অনির্দিষ্টকালের অবরোধ চলবে। অশান্তি এড়াতে কড়া পুলিশি নজরদারি।

Paschim Medinipur Road Block: সাঁওতালি ভাষায় পঠনপাঠনের দাবি, আদিবাসী সংগঠনের রাজ্য সড়ক অবরোধ, থমকে পণ্যবাহী গাড়িও
পশ্চিম মেদিনীপুরে রাজ্য সড়ক অবরোধ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 8:02 AM

পশ্চিম মেদিনীপুর: সাঁওতালি ভাষায় পঠনপাঠনের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে বিক্ষোভ। ক্ষীরপাই হালদারদিঘী ও দাসপুরে সকাল থেকেই পথ অবরোধ। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সংগঠনের। আন্দোলনে ভারত যাকাত মাঝি পরগনা মহল । সকাল থেকে অবরুদ্ধ রাজ্য সড়ক। আটকে দক্ষিণবঙ্গের বিভিন্ন দূর পাল্লা যাত্রীবাহী গাড়ি,পণ্যবাহী গাড়ি। আদিবাসী সংগঠনের দাবি, আপাতত ১২ ঘন্টার বনধের ডাক। সরকার দাবি না মানলে অনির্দিষ্টকালের অবরোধ চলবে। অশান্তি এড়াতে কড়া পুলিশি নজরদারি।

১২ দফা দাবি দাওয়া আদায়ে রাজ্য জুড়ে ১২ ঘণ্টা চাক্কা জ্যাম বা পথ অবরোধে সামিল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। বুধবার সকাল ৬ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত রাজ্য জুড়ে ১২ ঘণ্টা পথ অবরোধ সামিল হয়েছে আদিবাসীদের বৃহৎ সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। এই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল অবরোধ কর্মসূচি ঘোষিত হয়েছে। তেমনই আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় চন্দ্রকোণার ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে ঘাটাল-চন্দ্রকোণা ও ক্ষীরপাই-আরামবাগ রাজ্যসড়ক অবরোধে সামিল সংগঠনের নেতা কর্মীরা।

দাসপুরের বকুলতলায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়ক অবরোধে সামিল আদিবাসীদের এই সংগঠন। সাতসকালে গুরুত্বপূর্ণ রাজ্যসড়কে পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অশান্তি এড়াতে বিভিন্ন অবরোধস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ। ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বের দাবি, পথঅবরোধ বা চাক্কা জাম কর্মসূচি পূর্ব ঘোষিত। দীর্ঘ ধরে সংগঠনের পক্ষ থেকে দাবি করে আসা তাঁদের ১২ দফা দাবি পূরণে সরকার কোনও উদ্যোগ না নেওয়ায় একরকম বাধ্য হয়েই রাজ্য কমিটির ডাকে ১২ ঘণ্টা রেল ও পথঅবরোধের ডাক দেওয়া হয়েছে।

সংগঠনের তরফে প্রকাশিত ১২ দফা দাবিগুলোর অন্যতম হল ‘বীরভূমের দেওচা পাচামি’তে কয়লা খনি প্রকল্প বাতিল করা, প্রস্তাবিত ফরেস্ট কনজারভেশন রুল ২০২২ বাতিল করা, এসসি-এসটি আইডেনটিফিকেশন সংশোধনি প্রত্যাহার করা, অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা-সহ আরও অন্যান্য। আদিবাসী সংগঠনের এই পথ অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পরিবহনকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন সংগঠনের জেলা নেতৃত্ব। তাঁদের দাবি সরকার না মানলে এই আন্দোলন অনির্দিষ্টকাল পর্যন্তও গড়াতে পারে এমনই হুঁশিয়ারি তাঁদের।