Sabang Theft: বাইকের সামনে দিয়ে ইতঃস্তত ঘুরছিল দুই ছেলে, এলাকাবাসীর সন্দেহ হতেই ধরলেন হাতেনাতে

Sabang Theft: শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা সবং ব্লকের মাসন্তপুকুর এলাকায় বাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে ধরা পড়ে ২ বাইক চোর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Sabang Theft: বাইকের সামনে দিয়ে ইতঃস্তত ঘুরছিল দুই ছেলে, এলাকাবাসীর সন্দেহ হতেই ধরলেন হাতেনাতে
সবংয়ে গ্রেফতার বাইক চোর
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2022 | 3:06 PM

পশ্চিম মেদিনীপুর: দোকানের সামনে দাঁড় করানো ছিল বাইকটি। দুই যুবককে ইতঃস্তত ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। সন্দেহ তখনই স্থানীয়দের হয়েছিল। কারণ ওই এলাকাতেই এর আগেও এমন ঘটনা ঘটেছে। বাইকটা কোনওরকমে ‘স্টার্ট’ দিয়ে পালাতে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে দু’জনকে। তারপরই উত্তম মধ্যম। সবংয়ে বাইক চুরি করে পালানোর সময় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ল ২’চোর’।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা সবং ব্লকের মাসন্তপুকুর এলাকায় বাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে ধরা পড়ে ২ বাইক চোর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এদিন বিকেল একটি বাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় মাসন্তপুকুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় দুই যুবক।

সবং থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ছুটে যান সবং থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, বারংবার সবং-এর বিভিন্ন এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছে, পুলিশকে জানিয়েও এই বাইক চোরদের কোনও নাগাল পাওয়া যাচ্ছে না। ক্রমেই বাইক চুরির ঘটনা বাড়ছে এলাকায়। তাই বেশ কিছুক্ষণ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

শেষ পর্যন্ত পুলিশ আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ২ বাইক চোরকে সবং থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি সবং থানার বড়চাহারা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এলাকার এই প্রথম নয়। দিনেদুপুরে বাজার থেকে বাইক চুরি যাচ্ছে। একটা চক্র কাজ করছে। এর আগেও পুলিশের কাছে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু সেভাবে কড়া নজরদারি করে না পুলিশ।”