Chandrakona: পিকনিকে অশান্তি, মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত ৭ পুলিশকর্মী
Chandrakona: পুলিশ সূত্রে খবর, ওই যুবকরা সেখানে মদ্যপান করছিল এবং সেই সঙ্গে মহিলাদের কটূক্তি করছিল বলেও জানা গিয়েছে। সেই থেকেই ঝামেলার সূত্রপাত।
চন্দ্রকোনা: বড়দিনে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত পুলিশ (Police)। আহত হয়েছেন সাতজন পুলিশকর্মী। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা (Chandrakona) থানা এলাকার ক্ষীরপাইয়ে। বড়দিনে সেখানে বড়মা কালী মন্দির লাগোয়া শিলাবতী নদীর পাড়ে পিকনিক করতে এসেছিল অনেকে। অনেকগুলি পৃথক পৃথক দল সেখানে পিকনিক করছিল। তার মধ্যে ঘাটালের মনসুকা এলাকা থেকেও বেশ কয়েকজন যুবক এসেছিল পিকনিকের জন্য। পুলিশ সূত্রে খবর, ওই যুবকরা সেখানে মদ্যপান করছিল এবং সেই সঙ্গে মহিলাদের কটূক্তি করছিল বলেও জানা গিয়েছে। সেই থেকেই ঝামেলার সূত্রপাত। এলাকায় পিকনিক করতে আসা অন্য কয়েকজন যুবক তাদের বাধা দেয় এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় সেখানে।
এদিকে ওই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান ক্ষীরপাই ফাঁড়ির কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে মদ্যপ ওই যুবকরা পুলিশকর্মীদের উপর আচমকা চড়াও হয় এবং এলোপাথারি মারতে শুরু করে বলে অভিযোগ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আচমকা এমন হামলার জন্য প্রস্তুত ছিলেন না পুলিশকর্মীরাও। ওই মদ্যপ যুবকরা পুলিশকর্মীদের মারধর করে বলে অভিযোগ এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুরের অভিযোগ রয়েছে। তপ্ত পরিস্থিতির খবর পেয়ে চন্দ্রকোনা থানা ও ক্ষীরপাই ফাঁড়ির আরও পুলিশবাহিনী সেখানে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় সাতজন পুলিশকর্মী এবং আরও তিনজন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত পুলিশকর্মীদের চিকিৎসার জন্য ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে ক্ষীরপাই থানার আইসি গোবর্ধন সাউ বলেন, “অভিযুক্তদের খোঁজে তল্লাশি হয়েছে। উপর মহলে বিষয়টি জানানো হয়েছে।” এদিকে ওই ঘটনার খবর পেয়ে আক্রান্ত পুলিশকর্মীদের দেখতে হাসপাতালে যান ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী। তিনিও জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ওই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে পাকড়াও করা যায়নি।