Panchayat Vote 2023: টাকা দিয়ে বিজেপির জয়ী প্রার্থীদের ‘কিনতে’ গিয়ে ধরা পড়লেন তৃণমূল নেতা

Panchayat Vote 2023: সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের মোট ২১ টি আসনের মধ্যে দশটি যায় তৃণমূলের দখলে। দশটি পায় বিজেপি। একটি আসন জেতেন নির্দল প্রার্থী।

Panchayat Vote 2023: টাকা দিয়ে বিজেপির জয়ী প্রার্থীদের ‘কিনতে’ গিয়ে ধরা পড়লেন তৃণমূল নেতা
ব্যাপক উত্তেজনা ঘাটালেImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 12:01 AM

ঘাটাল: বিজেপির (BJP) জয়ী প্রার্থীদের কিনতে চাইছেন তৃণমূল (Trinamool Congress) নেতা। টাকা নিয়ে চলেও এসেছেন গ্রামে। এই অভিযোগ তুলে তৃণমূল নেতাকে বেঁধে রাখল বিজেপি কর্মীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙার। অভিযোগ, শুক্রবার বিকালে টাকা ভর্তি ব্যাগ নিয়ে মনসুকায় আসেন তৃণমূল নেতা অসিত গোস্বামী। বেশ কিছুক্ষণ এলাকায় ঘোরাফেরাও করেন। একাধিক বিজেপি প্রার্থীকে কেনার জন্য ফোনও করতে থাকেন। যান ইড়পালা এলাকায়। এ খবর পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। এরপরই অসিতকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন পদ্ম কর্মীরা। দেখাতে থাকেন বিক্ষোভ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

এদিকে ততক্ষণে খবর চলে যায় পুলিশের কাছে। শেষে ঘাটাল থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অসিতকে উদ্ধার করে নিয়ে আসে। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসঙ্গত, সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের মোট ২১ টি আসনের মধ্যে দশটি যায় তৃণমূলের দখলে। দশটি পায় বিজেপি। একটি আসনে জেতেন নির্দল প্রার্থী। এই ফলাফলের পরে কোনও দলই বোর্ড গঠন করতে পারেনি এই পঞ্চায়েতে। এদিকে বিজেপির অভিযোগ, নিজেদের ক্ষমতা বাড়াতে বিগত কয়েকদিন ধরেই নির্দল প্রার্থীকে দলে টানার চেষ্টা করে যাচ্ছে তৃণমূল। তা না পেরে এখন টোপ দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের।

ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “এটা ঘাটালের ইতিহাসে প্রথম। খুবই লজ্জাজনক ঘটনা। কয়েকদিন ধরেই এলাকার কিছু তৃণমূল নেতা বিজেপির জয়ী প্রার্থীদের ভয় দেখাচ্ছেন। দল পরিবর্তনের জন্য টাকার লোভ দেখাচ্ছেন। এ ঘটনা তো তারই প্রতিফলন।” 

যদিও পাল্টা প্রতিক্রিয়ায় ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন, “ওরা যা বলছে সবই মিথ্যা কথা। অসিত ঘোষ তৃণমূল কংগ্রেসের কোন সারির নেতা তা আমাদের জানা নেই। আসলে তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে বিজেপি পরিকল্পিতভাবে মাঠে নেমে পড়েছে।”